বরগুনার পাথরঘাটায় বিষখালী নদীর লালদিয়ার চর থেকে নিখোঁজ জেলের মৃতদেহ উদ্ধার করেছে কোস্ট গার্ড দক্ষিণ জোন অধীনস্থ বিসিজি স্টেশন পাথরঘাটা।
শনিবার (০৭ অক্টোবর) বরগুনার পাথরঘাটা উপজেলার বিষখালী নদী ও বঙ্গোপসাগরের মোহনা সংলগ্ন লালদিয়ার চর এর নিকটবর্তী এলাকায় একটি ছোট জেলে বোটে ০৪ জন জেলে মাছ ধরার সময় হঠাৎ দুর্যোগপূর্ণ আবহাওয়ায় বজ্রপাতের কারনে আউয়াল (৩৮) নামে এক জেলে পানিতে পড়ে নিখোঁজ হয়।
নিখোঁজের পর রোববার (০৮ অক্টোবর) সকাল ১০টা ৫০ মিনিটের দিকে কোস্টগার্ডের একটি বিশেষ উদ্ধারকারী দল কন্টিনজেন্ট কমান্ডার বিসিজি স্টেশন পাথরঘাটা এম ফিরোজ্জামান, সিপিও এর নের্তৃত্বে নিখোঁজ জেলে মোঃ আউয়াল (৩৮) এর মৃতদেহ উদ্ধার করা হয়। নিখোঁজ জেলে পাথরঘাটার ০৪নং পাথরঘাটা সদর ইউনিয়নের ০৯নং ওয়ার্ড চরলাঠিমাড়া এলাকার মোঃ আব্দুল হামিদের ছেলে।
কন্টিনজেন্ট কমান্ডার বিসিজি স্টেশন পাথরঘাটা, এম ফিরোজ্জামান জানান, আমরা নিখোঁজের খবর পেয়ে তাৎক্ষণিক একটি বিশেষ উদ্ধারকারী দল নিয়ে নিখোঁজ জেলের মৃতদেহ উদ্ধার করে পরবর্তীতে মৃতদেহটি নিহতের পরিবারের নিকট হস্তান্তরের জন্য পাথরঘাটা থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়।