ময়মনসিংহের ত্রিশালে বাস চাপায় চারযাত্রী নিহত হয়েছে। বুধবার (১১ অক্টোবর) সকাল সাড়ে সাতটার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের চেলেরঘাট নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
ত্রিশাল থানা, ফায়ার সার্ভিস ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, চেলেরঘাট নামক স্থানে একটি যাত্রীবাহি বাস মেরামতের সময় অপর একটি বাস ওভার টেকিং করার সময় আগের যাত্রীবাহী বাসকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই তিন যাত্রী ও ত্রিশাল উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে নেওয়ার পর একজন নিহত হয়। পরে ময়মনসিংহ মেডিকেলে কলেজ হাসপাতালে নেওয়ার পর আরো দুইজনের মৃত্যু হয়।
এ ঘটনায় বাসের আরো দশযাত্রী আহত হয়। নিহতরা হলেন- জেলার ত্রিশাল উপজেলার কাঁঠাল বাজারের আতিকুল ইসলামের মেয়ে জেসমিন আক্তার (২৮), সাখুয়া ইউনিয়নের নওপাড়া গ্রামের আব্দুল মোতালেবের ছেলে সিরাজুল ইসলাম ((৩০), ময়মনসিংহ সদর উপজেলার চুরখাই এলাকার সাইফুল ইসলামের ছেলে লিটন মিয়া (৩২), জেলার ইশ্বরগঞ্জ উপজেলার মারুয়াখালী গ্রামের আলতাফ হোসেন (৬০), সোহেল মিয়া ও অজ্ঞাত এক নারী।
ত্রিশাল থানার ওসি মোহাম্মদ মাইন উদ্দিন জানান, নিহতের লাশ উদ্ধার করা হয়েছে।