অভিযানে উপস্থিত ছিলেন র্যাব-১৪ এর উপ-পরিচালক আনোয়ার হোসেন, হাসপাতালের সহকারী পরিচালক ডা. মো: মাইনউদ্দিন খাঁন। এসময় ৮ জনকে আটক করে যাচাই বাছাই করে একজনকে ছেড়ে দেয়া হয়, বাকী ৭ জন দালালকে আটক করে প্রতিজনকে ৭ দিনের জেল প্রদান করেন ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিট্রেট মো: মাহফুজুল হক।
আটককৃতরা হলেন ১। মোঃ শামছুল আলম(৪১), পিতা-মোঃ জামাল উদ্দিন, পাতারিয়া, ২। বিজয় দাস হরিজন (৪৫), পিতা-রঘুনাথ হরিজন, সাং-নতুন বাজার হরিজন পাড়া, ৩। মোঃ তুষার আহম্মেদ (২৬), পিতা-আঃ হান্নান, সাং-চরপাড়া, ৪। মোঃ রতন মিয়া (৪৭), পিতা-আঃ রউফ, সাং-চরপাড়া বউ বাজার, ৫। মোঃ আলাল উদ্দিন (৩২), পিতা-মৃত মজিবর রহমান, সাং-চর কালিবাড়ী, ৬। মোঃ জুয়েল মিয়া (২৬), পিতা-মোঃ শহিদ মিয়া, সাং-গনে শ্যামপুর, সর্বথানা কোতোয়ালী, ৭। পাভেল (২৩), পিতা-মোঃ হেলাল উদ্দিন, সাং-সিঙ্গীমারী, থানা-ফুলপুর, বর্তমান সাং- ময়মনসিংহ পার্সপোট অফিস সংলগ্ন, থানা-কোতোয়ালী, জেলা-ময়মনসিংহদেরকে আটক করা হয়েছে।
আটককৃতদের ময়মনসিংহ জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ মাহফুজুল হক প্রত্যেককে ০৭(সাত) দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন। আটককৃতদের জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
এদিকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী পরিচালক ডা. মাইনউদ্দিন খাঁন বিভিন্ন তথ্য তুলে ধরে বলেন, হাসপাতালে দালালদের দৌরাত্ম বন্ধ করতে এ অভিযান অব্যাহত থাকবে। দালালদের বিষয়ে সবাইকে আরো সচেতন হওয়ার আহবান জানান তিনি।