রংপুর নগরীতে পৃথক দুটি অভিযান চালিয়ে তালিকাভুত্ত দুই শীর্ষ সন্ত্রাসী ও তাদের সহযোগী ৫ জনকে গ্রেফতার করেছে পুলিশ। উদ্ধার করা হয়েছে সন্ত্রাসী ও মাদক ব্যবসা কাজে ব্যাবহৃত একটি প্রাইভেট কার, পিস্তল,পাইপ গানসহ বিভিন্ন ধরনের অস্ত্র।
বুধবার (১১ অক্টোবর) বিকেলে রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনারের কার্যালয়ের কনফারেন্স রুমে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান ডিসি (ক্রাইম) আবু মারুফ হোসেন।
তিনি বলেন, গোপন সূত্রে দুটি পৃথক অভিযানে রংপুরের তালিকা ভুক্ত সন্ত্রাসী মেরিল সুমনকে নগরীর তাঁতীপাড়া শ্বশানের কাছ থেকে ও ব্লাক রুবেলসহ তাদের সহযোগী ফিরোজ, শহিদুল ইসলাম, মোন্তাসির বিল্লাহকে পশুরাম থানার কোবারু এলাকায় মামা ভাগ্নে মোড় থেকে গ্রেফতার করা হয়।
এসময় তাদের কাছ থেকে দেশে তৈরী পাইপগান, চাইনীজ কুড়াল, ছোড়া বন্দুকের গুলিসহ বিভিন্ন দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে বলে জানান তিনি।
তিনি আরো বলেন, দুই শীর্ষ সন্ত্রাসী ও তার সহযোগীরা নগরীতে ডাকাতি মাদক ব্যবসাসহ বিভিন্ন সন্ত্রাসী কাজের সাথে জড়িত আছে এবং তাদের বিরুদ্ধে হত্যা মামলাসহ একধিক মামলা রয়েছে।
আসামিদের বিরুদ্ধে কোতয়ালী থানা ও পশুরাম থানায় ডাকাতি প্রস্তুতি, মাদক ও অস্ত্র পৃথক তিনটি করে মামলা দায়ের করা হয়।