ময়মনসিংহের গফরগাঁয়ে সংঘটিত চাঞ্চল্যকর ডাকাতির রহস্য উদঘাটন ও মালামাল উদ্ধার করেছে ময়মনসিংহ জেলা গোয়েন্দা পুলিশ।
শনিবার (১৪ অক্টোবর) বেলা ১২ টায় প্রেস ব্রিফিং করেন ময়মনসিংহ জেলা পুলিশ সুপার মাছুম আহাম্মদ ভূঞা। এসময় তিনি জানান, ইসলামি ব্যাংক ভালুকা শাখা হতে ১৬ লাখ টাকা উত্তোলন করেন রিজেন্ট সাদ্দাম হোসেন। নান্দাইল যাওয়ার পথে গফরগাঁও এলাকায় সিএনজির গতিপথ রোধ করে ডিবি পুলিশের পরিচয় দিয়ে জোঁড়পূর্বক টাকাসহ প্রাইভেটকারে তোলে নিয়ে যায় সাদ্দাম হোসেনকে। টাকা রেখে ধাক্কা দিয়ে প্রাইভেটকার থেকে ফেলে দেয়। এ বিষয়ে গফরগাঁও থানায় নিয়মিত মামলা করেন সাদ্দাম হোসেন।
বিষয়টি তদন্ত করার জন্য ময়মনসিংহ জেলা গোয়েন্দা শাখাকে দায়িত্ব দেওয়া হয়। পরে ডিবির একটি চৌকস দল ৩ জন ডাকাত, ডাকাতির কাজে ব্যবহ্ত প্রাইভেটকারসহ লুন্ঠিত ৪ লক্ষ ৭০ হাজার টাকা উদ্ধার করে। এসময় অতিরিক্ত পুলিশ সুপার আবু রায়হান, শামীম হোসেন, ফাল্গুনী নন্দী, অফিসার ইনচার্জ, ডিবি, ফারুক হোসেনসহ পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।