খুলনাসংবাদ সারাদেশ

খুলনা-মোংলা রেল লাইন পরিদর্শন করেছেন রেলমন্ত্রী

বাবুল আকতার

খুলনার ফুলতলা থেকে মোংলা বন্দর পর্যন্ত রেললাইনের নির্মাণ কাজ পরিদর্শন করেছেন রেলপথমন্ত্রী নূরুল ইসলাম সুজন।

শনিবার (১৪ অক্টোবর) সকাল সাড়ে ১১টায় খুলনার ফুলতলা রেলওয়ে স্টেশন থেকে খুলনা-মোংলা রেলওয়ে প্রকল্পের এলাইনমেন্ট (সেতু নম্বর-১০) পর্যন্ত মোটর ট্রলিযোগে পরিদর্শন করনে। এছাড়া দুপুর সাড়ে ১২টায় প্রকল্পের মোহাম্মদ নগর রেলওয়ে স্টেশন, দুপুর একটায় মোহাম্মদ নগর থেকে বাগেরহাট জেলায় নবনির্মিত মোংলা রেলওয়ে স্টেশন পর্যন্ত মোটর পরিদর্শন করেছেন রেলমন্ত্রী নূরুল ইসলাম সুজন।

এ সময় মন্ত্রী বলেন, চলতি মাসের মধ্যেই ফুলতলা টু মংলা রেললাইন নির্মানের সকল কাজ শেষ হবে। আগামী মাসের ৯ তারিখ প্রধানমন্ত্রী এই রেললাইনের উদ্বোধন করবেন।

উল্লেখ্য, ২০১৬ সালের সেপ্টেম্বও মাসে খুলনা-মোংলা রেললাইন নির্মাণ প্রকল্পের কাজ শুরু হয়। এ প্রকল্পের ব্যয় হচ্ছে ৪ হাজার ২৬০ কোটি টাকা। রেলপথে রূপসা নদীর ওপর ৫ দশমিক ১৩ কিলোমিটার দীর্ঘ রেল সেতুও নির্মাণ করা হয়েছে।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button