বাগেরহাটের মোংলা বন্দরের পশুর নদের চ্যানেলে ৮০০ টন কয়লা নিয়ে এমভি আনমোনা-২ নামের একটি লাইটার জাহাজ ডুবে গেছে। এ সময় সাঁতরে নিরাপদে তীরে উঠতে সক্ষম হয়েছেন জাহাজের ১০ কর্মচারী। রোববার (১৫ অক্টোবর) রাত ৮টার দিকে এ ঘটনা ঘটে। লাইটার শ্রমিক অ্যাসোসিয়েশনের মোংলা শাখার সহসভাপতি মো. মিন্টু বিষয়টি নিশ্চিত করেছেন।
লাইটার শ্রমিক অ্যাসোসিয়েশন ও শ্রমিক ঠিকাদারি প্রতিষ্ঠান সূত্রে জানা যায়, মোংলা বন্দরের হারবাড়ীয়া-৪ নম্বরে অবস্থানরত বাংলাদেশের পতাকাবাহী এমভি জাহান ব্রাদার্স নামের জাহাজ থেকে ৮০০ টন কয়লা নিয়ে সেনাকল্যাণ সিমেন্ট কারখানা মোংলা শিল্পাঞ্চলে যাচ্ছিল এমভি আনমেনা-২ নামের লাইটারটি। পশুর চ্যানেলের সিগনাল টাওয়ার এলাকায় এলে ডুবোচরে আটকা পড়ে লাইটারটি কাত হয়ে পানি ঢুকে ডুবে যায়। এ সময় সাঁতরে তীরে ওঠেন নাবিকরা। তারা সবাই নিরাপদে রয়েছেন বলে জানিয়েছেন জাহাজটির চালক মো. এনায়েত।
এদিকে লাইটার ডুবির ঘটনায় মোংলা বন্দর চ্যানেলে নৌযান চলাচল স্বাভাবিক রয়েছে। ডুবে যাওয়া লাইটারটির মালিক বাগেরহাট-২ আসনের সংসদ সদস্য শেখ হেলাল উদ্দিন।