ময়মনসিংহের মহাসড়কগুলোতে দাপটের সাথে চলছে নিবন্ধনহীন থ্রি হুইলার যানবাহন। এর ফলে একদিকে যেমন বাড়ছে অপরাধ ও দুর্ঘটনার সংখ্যা, অন্যদিকে সরকার হারাচ্ছে কোটি টাকার রাজস্ব। প্রশাসনকে ম্যানেজ করেই চলছে এসব যানবাহন। কর্তৃপক্ষ বলছে শীঘ্রই এসব যানবাহনকে নিবন্ধনের আওতায় আনা হবে।
মহাসড়কগুলোতে সিএনজি চালিত থ্রি হুইলার চলাচল নিষিদ্ধ থাকলেও ময়মনসিংহে দাপটের সাথে দাপিয়ে বেড়াচ্ছে এসব যানবাহন। যার অধিকাংশরই নেই বৈধ কাগজপত্র।
ময়মনসিংহের চরপাড়া, ব্রীজের মোড়, টাউন হল, বাইপাস মোড়সহ বিভিন্ন জায়গায় সাড়িবদ্ধ ভাবে দাড়িয়ে থাকে নিবন্ধনহীন থ্রি হুইলার যানবাহন। বিভিন্ন জায়গায় চাঁদা দিয়ে সড়ক গুলোতে চলছে এসব যানবাহন। গাড়ী গুলোতে নম্বর প্লেট না থাকায় আতঙ্ক নিয়ে যাতায়াত করছেন যাত্রীরা। ঘটছেও দুর্ঘটনা।
অনিবন্ধিত থ্রি হুইলার যানবাহনে অপরাধ প্রবনতা যেমন বাড়ছে, তেমনি সরকার এ খাতে কোটি টাকা রাজস্ব হারাচ্ছে। তাই এসব যানবাহনের বিষয়ে ব্যবস্থা নেওয়ার দাবি জানান নিরাপদ সড়ক চাই এর নেতৃবৃন্দ।
ময়মনসিংহ বিআরটিএয়ের সহকারী পরিচালক এএসএম ওয়াজেদ হোসেন বলেন, জেলা যাত্রী ও পণ্য পরিবহন কমিটি এসব থ্রি হুইলার যানবাহন গুলো রেজিষ্ট্রেশনের জন্য উদ্যোগ নিয়েছে, অতিদ্রুত এসব নিবন্ধনের আওতায় আনা হবে।
বিআরটিএ তথ্য মতে জেলায় দুই হাজারের বেশি অনিবন্ধিত থ্রি হুইলার যানবাহন সড়কে চলাচল করছে। খুব দ্রুত এ বিষয়ে ব্যবস্থা নিবেন এমনটাই প্রত্যাশা ময়মনসিংহবাসীর।