ময়মনসিংহসংবাদ সারাদেশ

আগামীকাল ময়মনসিংহে ৪০ সেতুর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

রুবায়েত বাপ্পী

আগামীকাল বৃহস্পতিবার (১৯ অক্টোবর) ময়মনসিংহ বিভাগের ৪০টি সেতুর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকালে ঐতিহাসিক সার্কিট হাউস ময়দানে ভার্চুয়ালী যুক্ত থেকে এসব উন্নয়ন কাজের উদ্বোধন করবেন তিনি।

ময়মনসিংহের কেওয়াটখালী ও রহমতপুরে ব্রহ্মপুত্রের উপর ২ দুটি স্টিল আর্চ সেতুর নির্মাণ কাজ উদ্বোধনসহ বিভাগে ৪০টি সেতু উদ্বোধন করবেন তিনি। এর মধ্যে ২৩টি সেতু রয়েছে ময়মনসিংহ জেলায়। বিষয়টি নিশ্চিত করে দুপুরে নিজ কার্যালয়ে সংবাদ সম্মেলন করেন জেলা প্রশাসক মোস্তাফিজার রহমান। এসময় বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকসহ সড়ক ও সেতু বিভাগের বিভিন্ন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

তিনি জানান, সেতু ছাড়াও ময়মনসিংহ বিআরটিসি বাস ডিপো ও প্রশিক্ষণ কেন্দ্র উদ্বোধনসহ বিভিন্ন দুর্ঘটনায় আহত-নিহত ব্যক্তিদের মাঝে ক্ষতিপূরন প্রদান কার্যক্রমেরও উদ্বোধন করবেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
অনুষ্ঠান ঘিরে সার্কিট হাউস ময়দানে ব্যাপক প্রস্তুতি গ্রহন করেছে জেলা ও বিভাগীয় প্রশাসন। আগামীকাল বৃহস্পতিবার সকাল দশটায় এ উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button