শেরপুরে ৮ বছর পলাতক থাকার পর হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামীকে গ্রেপ্তার করেছে র্যাব। আলতাফ হোসেন (২৮) নামে ওই সাজাপ্রাপ্তকে র্যাব ১৪ এর একটি দল ঢাকার খিলক্ষেত থেকে গ্রেপ্তার করে।
গ্রেপ্তারকৃত আলতাফ হোসেন উকিলের সহকারী গোলাম মোস্তফা হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত হন। আলতাফ হোসেনের বাড়ি শেরপুর জেলার চরখার চরে। সে বাস চালকের সহকারী হিসেবে কাজ করতো।
এ ব্যাপারে র্যাব ১৪ এর ক্রাইম প্রিভেনশন কোম্পানি সিপিসি ১ এর কমান্ডার স্কোয়াড্রন লিডার আশিক উজ্জামান শনিবার রাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।
জানা যায়, ২০১৫ সালের অক্টোবর মাসের ৯ তারিখে জামালপুর আদালতের মহুরি (উকিলের সহকারী) হিসেবে কর্মরত গোলাম মোস্তফাকে ব্যক্তিগত আক্রোশের কারনে হত্যা করা হয়।
হত্যার পর গোলাম মোস্তফার লাশ শেরপুর জেলার সদর থানাধীন চর মোচারিয়া ইউনিয়নের শেরপুর-জামালপুর সড়কের পাশে এক ঝোপের মধ্যে ফেলে রাখেন তারা। স্থানীয়দের দেয়া খবরে শেরপুর থানার পুলিশ লাশ উদ্ধার করে এবং ১০ অক্টোবর ২০১৫-তে শেরপুর সদর থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়।
এই মামলা ২০২১ সালের ২৮ সেপ্টেম্বর তারিখে শেরপুরের অতিরিক্ত দায়রা জজ আদালতের বিচারক আলতাফ হোসেনকে যাবজ্জীবন কারাদণ্ড ও ১০ হাজার টাকা অর্থদণ্ড দেন। হত্যাকাণ্ড ঘটানোর পর থেকেই আলতাফ হোসেন পলাতক ছিল। গত শনিবার সাজাপ্রাপ্ত হবার ৮ বছর পর আলতাফ হোসেনকে ঢাকার খিলক্ষেত থেকে গ্রেপ্তার করে র্যাব। তাকে শেরপুর সদর থানায় হস্তান্তর করা হয়েছে।