চট্টগ্রামসংবাদ সারাদেশ
চাঁদপুর থেকে ঘূর্ণিঝড় ‘হামুন’ এর প্রভাবে সকল রুটে লঞ্চ চলাচল বন্ধ
রফিকুল ইসলাম বাবু
ঘূর্ণিঝড়ের প্রভাবে চাঁদপুরসহ সকল রুটে লঞ্চ চলাচল বন্ধ ঘোষণা করেছে বিআইডব্লিউটি। এছাড়া প্রবল ঘূর্ণিঝড় ‘হামুন’-এর প্রভাবে চাঁদপুরে ৭ নম্বর বিপৎসংকেত দেখাতে বলেছে আবহাওয়া অধিদপ্তর।
মঙ্গলবার (২৪ অক্টোবর) বিকেল থেকে চাঁদপুর লঞ্চ টার্মিনালে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত লঞ্চ চলাচল বন্ধ করার ঘোষণা দেওয়া হয়।
লঞ্চ বন্ধ থাকায় অনেক যাত্রীরা চরম দুর্ভোগে পড়েছে। চাঁদপুর বিআইডব্লিউটিএর কর্মকর্তা শাহাদাত হোসেন জানান, ঘূর্ণিঝড় হামুন এর প্রভাবে ৭ নম্বর সংকেত দেখানো হয়েছে চাঁদপুরে। তাই চাঁদপুরসহ সকল রুটে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত লঞ্চ চলাচল বন্ধ করা হয়েছে।
লঞ্চ গুলো নিরাপদ স্থানে সরিয়ে নেওয়ার জন্য নির্দেশ দেওয়া হয়েছে। আবহাওয়া অধিদপ্তর বলেছে, উপকূলীয় জেলা পটুয়াখালী, ভোলা, বরিশাল, পিরোজপুর, ঝালকাঠি, বরগুনা, চট্টগ্রাম, ফেনী, নোয়াখালী, লক্ষ্মীপুর, চাঁদপুরসহ ভোলা ও তার অদূরবর্তী দ্বীপ-চরগুলো ৭ নম্বর বিপদ সংকেতের আওতায় থাকবে।
‘হামুন’ আরও উত্তর ও উত্তর–পূর্ব দিকে অগ্রসর হয়ে আগামীকাল বুধবার সকাল থেকে দুপুর নাগাদ ভোলার কাছ দিয়ে বরিশাল-চট্টগ্রাম উপকূল অতিক্রম করতে পারে।