বাংলাদেশ ব্যাংকের মানব সম্পদ বিভাগ ১ এর পরিচালক থেকে নির্বাহী পরিচালক পদে পদোন্নতি পেলেন মো. সিরাজুল ইসলাম। মঙ্গলবার (২৫ অক্টোবর) বাংলাদেশ ব্যাংকের বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।
১৯৯৬ সালে সহকারী পরিচালক হিসেবে বাংলাদেশ ব্যাংকে যোগদান করেন। দীর্ঘ কর্মময় জীবনে তিনি প্রধান কার্যালয়ের ব্যাংক পরিদর্শন বিভাগ, হিউম্যান রিসোর্সেস ডিপার্টমেন্ট, এন্টি মানি লন্ডারিং ডিপার্টমেন্ট ও ডিপার্টমেন্ট অফ অফ-সাইট সুপারভিশনে দায়িত্ব পালন করেন। ২০১৯ সালের ৩০ ডিসেম্বর মহাব্যবস্থাপক (পরিচালক) পদে পদোন্নতি পেয়ে সিলেট অফিসে বদলি হন।
পরিচালক হিসেবে প্রধান কার্যালয়ের ডিপার্টমেন্ট অব অফ-সাইট সুপারভিশন, ব্যাংক পরিদর্শন বিভাগ-৩ এবং সবশেষে হিউম্যান রিসোর্সেস ডিপার্টমেন্ট-১ এ সুনামের সাথে দায়িত্ব পালন করেন।
তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় হতে গণিত বিষয়ে অনার্সসহ মাস্টার্স ডিগ্রি অর্জন করেন। পরবর্তীতে একই বিশ্ববিদ্যালয়ের ডেভেলপমেন্ট স্টাডিজ ডিপার্টমেন্ট হতে মাস্টার্স ইন ডেভেলপমেন্ট স্টাডিজ (এমডিএস) ডিগ্রি অর্জন করেন।
পেশাগত দায়িত্ব পালনের অংশ হিসেবে তিনি যুক্তরাষ্ট্র, সুইজারল্যান্ড, ফিনল্যান্ড, তুরস্ক, বাহরাইন, দক্ষিণ কোরিয়া, হংকং, সিঙ্গাপুর, মালয়েশিয়া, থাইল্যান্ড, ভারত, নেপাল প্রমুখ দেশ ভ্রমণ করেন।
চাকরিজীবনের সর্বোচ্চ অর্জনে সবার প্রতি কৃতজ্ঞতা জানিয়ে সিরাজুল ইসলাম বলেন, মহান আল্লাহ তায়ালার কাছে শুকরিয়া আদায় করছি। আল্লাহর রহমত ও প্রিয় মানুষদের দোয়া ও ভালোবাসায় আমি বাংলাদেশ ব্যাংকে নির্বাহী পরিচালক হিসেবে পদোন্নতি পেয়েছি। কর্মজীবনের দীর্ঘ ২৫ বছর পর আজকের এ অর্জনের জন্য আমার আত্মীয়- স্বজন, বন্ধু-বান্ধব, অফিসের সহকর্মী ও ঊর্ধ্বতন কর্মকর্তাদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি।
মো. সিরাজুল ইসলাম কুষ্টিয়া জেলার খোকসা উপজেলার আজইল গ্রামের এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তাঁর বাবার নাম আরশেদ আলী এবং মাতা আমেনা খাতুন ।
উল্লেখ্য, সিরাজুল ইসলাম কর্মস্থলের বাইরে বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডে জড়িত। এর আগে তিনি স্বেচ্ছাসেবী আঞ্চলিক সংগঠন কুষ্টিয়া সমিতির অর্থসচিব ও খোকসা উপজেলা কল্যাণ সমিতি ঢাকার সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন।