ঢাকাসংবাদ সারাদেশ

মিরপুরে বিএনপি-পুলিশ সংঘর্ষ চলছে

মোহনা অনলাইন

রাজধানীর মিরপুরে পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়িয়েছে বিএনপি নেতাকর্মীরা। মঙ্গলবার (৩১ অক্টোবর) বেলা সাড়ে ১১টার দিকে মিরপুর ১১ নম্বরে এ সংঘর্ষ শুরু হয়।

অবরোধের প্রথম দিন মিরপুরের রাস্তায় রাস্তায় অবস্থান নেয় বিএনপির সমর্থকেরা। তারা বিভিন্ন প্রতিষ্ঠানে ভাঙচুর চালায়। এসময় পুলিশ তাদের থামানোর চেষ্টা করলে ব্যপক সংঘর্ষ হয়। এসময় বেশ কয়েকজন আহত হয়েছে বলে জানা গেছে।

এদিকে মিরপুরে মজুরি বাড়ানোর দাবিতে সড়ক অবরোধ ও ভাঙচুর করেছে কয়েকটি পোশাক কারখানার শ্রমিকরা। এ সময় প্রায় এক ঘণ্টা সড়ক অবরোধ করে রাখে তারা।

রাজধানীর বিভিন্ন স্থানে সহিংসতার কারণে সকালে যান চলাচল স্বাভাবিক থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে যানবাহনের চাপও কমে যায়। তবে নিরবচ্ছিন্ন আছে রেলযোগাযোগ। আইনশৃঙ্খলা বাহিনী বলছে, সহিংসতা এড়াতে শক্ত অবস্থানে যেতে প্রস্তুত তারা।

এখনো নারায়ণগঞ্জ, গাজীপুর, চট্টগ্রামসহ বিভিন্ন জেলা থেকে আসছে সংঘর্ষের খবর। বিভিন্ন স্থানে বাসে আগুন দেওয়া হয়েছে।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button