রাজশাহীসংবাদ সারাদেশ

হেরোইন ও ইয়াবা রাখার দায়ে সিরাজগঞ্জে নারীর যাবজ্জীবন কারাদণ্ড

জুবায়েল হোসেন

হেরোইন ও ইয়াবা রাখার দায়ে সিরাজগঞ্জ পৌর এলাকার মাহমুদপুর মহল্লার রোকছানা বেগমকে (৪০) যাবজ্জীবন কারাদন্ড দিয়েছে আদালত। একই সঙ্গে ২০ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে আরো ১ বছরের বিনাশ্রম কারাদন্ড দেয়া হয়।

এছাড়া ৯(ক) এ ধারায় তাকে ১ বছরের কারাদন্ড ও ৫০০ টাকা জরিমানা এবং অনাদায়ে আরো ২ মাসের বিনাশ্রম কারাদন্ড দেয়া হয়েছে।

মঙ্গলবার (৩১ অক্টোবর) বেলা সাড়ে ১১টার দিকে সিরাজগঞ্জ জেলা ও দায়রা জজ ফজলে খোদা মো: নাজির এই কারাদন্ডের আদেশ দেন।

দণ্ডপ্রাপ্ত রোকছানা বেগম সিরাজগঞ্জ পৌর এলাকার মাহমুদপুর মহল্লার রেজাউল করিমের স্ত্রী। সে পলাতক রয়েছেন।

জেলা ও দায়রা জজ আদালতের স্টেনোগ্রাফার রাশেদুল ইসলাম এতথ্য নিশ্চিত করে বলেন, দণ্ডপ্রাপ্ত রোকছানা বেগম পলাতক রয়েছেন।

মামলার অভিযোগ পত্রে বলা হয়েছে, ২০১৭ সালের ১৫ আগষ্ট র‌্যাব-১২ এর সদস্য বিশেষ টহল অভিযান পরিচালনার সময় জানতে পারেন সিরাজগঞ্জ পৌর এলাকার মাহমুদপুর মহল্লায় রোকছানা বেগমের বাড়িতে নেশাজাতীয় হেরোইন ও ইয়াবা ট্যাবলেট ক্রয় বিক্রয় হচ্ছে। এমন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালায় র‌্যাব সদস্য। এসময় র‌্যাবের উপস্থিতি টের পেয়ে মাদক ব্যবসায়ী রোকছানা বেগম পালানোর চেষ্টা করলে তাকে আটক করা হয়। পরে তার দেহ তল্লাশী চালিয়ে ২২৫ গ্রাম হেরোইন ও ৪০টি ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়।

এঘটনায় র‌্যাবের ডিএডি মো: আব্দুল কাদের বাদী হয়ে সিরাজগঞ্জ সদর থানায় মামলা দায়ের করেন। মামলায় রাষ্ট্র পক্ষের ৭ জন স্বাক্ষির সাক্ষ্য গ্রহন শেষে আজ আদালতের বিচারক রোকছানা বেগমকে যাবজ্জীবন কারাদন্ডের আদেশ প্রদান করেন।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button