নারায়ণগঞ্জের রূপগঞ্জের এক বাসায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে একই পরিবারের ৫ সদস্য দগ্ধ হয়েছেন। দগ্ধদের মধ্যে চারজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসক।
শুক্রবার (০৩ নভেম্বর) দিবাগত রাত ১টার দিকে রূপগঞ্জের আউখাবো বাজার এলাকার এক বাসায় এই দুর্ঘটনা ঘটে।
আহতরা হলেন- সোনা উদ্দিন (৪৫), আলি আহমেদ (৬৫), হাসুন বানু (৫৫), সাহেরা বেগম (২৪) ও ওমর ফারুক (১৫)।
আহতদের হাসপাতালে নিয়ে আসা দগ্ধ হাসুন বানুর ভাতিজা মো: নূরে আলম বলেন, রূপগঞ্জের ওই বাড়ির নিচতলায় তারা ভাড়া থাকেন। হাসুন বানু গৃহিণী, তার স্বামী ও ভাই গাউছিয়া বাজারে শুটকির দোকানে কাজ করে। এছাড়া মেয়ে সাহারা প্রতিবন্ধী এবং ছেলে ওমর ফারুক স্থানীয় অনুপম গার্মেন্টসে চাকরি করেন।
শেখ হাসিনা ন্যাশনাল বার্ন ইন্সটিটিউটের আবাসিক চিকিৎসক মো: তরিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
জানা গেছে, দগ্ধদের মধ্যে সোনা উদ্দিনের শরীরের ৯৪ শতাংশ, আলি আহমেদের শরীরের ৫৮ শতাংশ, হাসুন বানুর শরীরের ৪৬ শতাংশ, সাহেরা বেগমের শরীরের ৩০ শতাংশ ও ওমর ফারুকের শরীরের ১৫ শতাংশ দগ্ধ হয়েছে। আহতদের মধ্যে ওমর ফারুক বাদে বাকি চারজনের অবস্থা আশঙ্কাজনক।
আবাসিক চিকিৎসক মো: তরিকুল ইসলাম বলেন, রূপগঞ্জ এলাকায় একটি বাসায় শুক্রবার দিবাগত রাত ১টায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ ঘটে। এতে একই পরিবারের পাঁচজন দগ্ধ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। আহতদের মধ্যে চারজনের অবস্থা আশঙ্কাজনক।