ফরিদপুরের ৬০ উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
আশিষ পোদ্দার, ফরিদপুর প্রতিনিধি
প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে মঙ্গলবার (১৪ নভেম্বর) ফরিদপুরের ৬০ উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করলেন।
আজ সকাল ১০ টায় গনভবন থেকে ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে ফরিদপুরের ৬০ উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করেছেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
উদ্বোধনী অনুষ্ঠানে ফরিদপুর জেলা প্রশাসকের কনফারেন্স রুমে উপস্থিত ছিলেন ফরিদপুরের জেলা প্রশাসক মোঃ কামরুল আহসান তালুকদার পিএএ। এসময় আরো উপস্থিত ছিলেন পুলিশ সুপার মোঃ সাহজাহান পিপিএম সেবা, জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক শাহ্ মোঃ ইশতিয়াক আরিফ, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ আব্দুর রাজ্জাক মোল্লাসহ জনপ্রতিনিধি, সরকারী কর্মকর্তা, মুক্তিযোদ্ধা প্রমুখ।
এসময় প্রধানমন্ত্রী ফরিদপুরের শিক্ষা প্রতিষ্ঠান নির্মাণ ১৪টি, স্কুল ভবন নির্মাণ ৪১টি, সমাজ সেবা ভবন ১টি, কমিউনিটি ক্লিনিক ১টি, সাব-রেজিস্ট্রি অফিস ১টি, ১০ বেডের আইসিউ ১টি ও টেক্সটাইল ইনস্টিটিউট ১টির শুভ উদ্বোধন ঘোষণা করেন।