পটুয়াখালীতে বিভিন্ন উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী
খোকন হাওলাদার, পটুয়াখালী প্রতিনিধি
এসময় পটুয়াখালী প্রান্তে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলার ৫ জন সংসদ সদস্য, জেলা প্রশাসক, পুলিশ সুপার, জেলা পরিষদ চেয়ারম্যান, মেয়র, বিভিন্ন দপ্তর প্রধানগন ও গন্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।
এসময় প্রধানমন্ত্রীর কার্যালয় এর আওতায় পটুয়াখালী জেলার বাউফল উপজেলায় ভূমিহীন ও গৃহহীনদের জন্য নির্মিত ১১৩টি ঘরের শুভ উদ্বোধন ও গৃহ হস্তান্তর, এলজিইডি’র আওতায় পটুয়াখালী জেলার সদর উপজেলাধীন ধারান্দি জিসি-পটুয়াখালী হেড কোয়ার্টার (লোহালিয়া খেয়াঘাট) ভায়া কাশিপুর বাজার সড়কে লোহালিয়া নদীর উপর নির্মিত ৫৭৬.২৫ মিটার পিসি গার্ডার ব্রিজ এবং জেলার বিভিন্ন স্থানে নির্মিত ১২টি সাইক্লোন সেল্টার, স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের আওতায় বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা নার্সিং ইনস্টিটিউট, বাউফল, পটুয়াখালী এবং জেলার বিভিন্ন স্থানে নির্মিত ০৭টি কমিউনিটি ক্লিনিক, আইন ও বিচার বিভাগের আওতাধীন গলাচিপা সাব-রেজিস্ট্রি অফিস ভবন, শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের আওতাধীন ০৭টি বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়সমূহের উন্নয়ন, ০১টি পোস্ট গ্রাজুয়েট কলেজের উন্নয়ন এবং ০১ টি আইসিটি সহায়তায় শিক্ষার মানোন্নয়নের লক্ষ্যে নির্বাচিত বেসরকারি কলেজের উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী।