রাজশাহীসংবাদ সারাদেশ
সিরাজগঞ্জে ১৫টি প্রকল্প উদ্বোধন করেন প্রধানমন্ত্রী
জুবায়েল হোসেন, সিরাজগঞ্জ প্রতিনিধি
দেশব্যাপী বিভিন্ন অবকাঠামো নির্মাণ ও সম্প্রসারণ প্রকল্পসহ আর্থসামাজিক বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ডের অংশ হিসেবে কার্যক্রমের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে ভার্চুয়ালি উদ্বোধন করেন ১৫ টি প্রকল্প ও জেলার বেলকুচি উপজেলাকে ভূমিহীন মুক্ত ঘোষণা করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
মঙ্গলবার( ১৪ নভেম্বর) সকালে সরকারি বাসভবন গণভবন থেকে ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে এ প্রকল্পগুলো উদ্বোধন করেন।
এসময় জেলা জেলা প্রশাসক মীর মোহাম্মদ মাহবুবুর রহমান, পুলিশ সুপার আরিফুর রহমান মন্ডল, সিরাজগঞ্জ ১ আসনের সংসদ সদস্য তানভির সাকিল জয়, সিরাজগঞ্জ ২ আসনের সংসদ সদস্য অধ্যাপক হাবিবে মিল্লাত মুন্না, সিরাজগঞ্জ ৪ আসনের সংসদ সদস্য তানভীর ইমাম, সিরাজগঞ্জ -৫ আসনের সংসদ সদস্য আব্দুল মমিন মন্ডল, সিরাজগঞ্জ – ৬ আসনের সংসদ সদস্য মেরিন জাহান কবিতা, জেলা আওয়ামীলীগের সভাপতি কে এম হোসেন আলী হাসান, সাধারণ সম্পাদক আব্দুস ছামাদ তালুকদারসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও দলীয় নেতারা উপস্থিত ছিলেন।