নারায়নগঞ্জে ধসে পড়েছে পল্লী বিদ্যুতের ১১টি বৈদ্যুতিক পিলার
আজমীর ইসলাম, নারায়ণগঞ্জ প্রতিনিধি
নারায়নগঞ্জের বন্দরের মদনপুর এলাকায় হঠাৎ করে ধসে পড়েছে পল্লী বিদ্যুতের ১১টি বৈদ্যুতিক পিলার। সোমবার রাত সাড়ে ১০টার হঠাৎ বিকট শব্দে পিলার গুলো ধসে পড়ে। এতে ক্ষতিগ্রস্থ হয়েছে বেশ কয়েকটি যানবাহন।
দুর্ঘটনার পরপরই আতঙ্ক ছড়িয়ে পড়ে। বন্ধ হয়ে যায় সড়কের দুইপাশের যান চলাচল। খবর পেয়ে সড়ক ও জনপথ বিভাগ, বিদ্যুৎকর্মী এবং শৃঙ্খলাবাহিনী সদস্যরা ঘটনাস্থলে আসে।
স্থানীয়রা জানান, মহাসড়কের উন্নয়ন কাজ চলমান থাকায় বিদ্যুৎতের খুঁটি পাশের মাটি কেটে অন্যত্র সড়িয়ে নেয়ায় এ দূর্ঘটনার কারণ। চলাচলরত যানবাহনের উপর বিদ্যুতের খুঁটি পড়ে আসমানী পরিবহন নামে একটি যাত্রীবাহি বাসের চালক ও হেলপার এবং কাভারভ্যান চালক সহ ৫ জন আহত হয়েছে। তাদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়।
অতিরিক্ত পুলিশ সুপার (খ-সার্কেল) শেখ বিল্লাল হোসেন, আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে পাঠানো হয়েছে। পাশাপাশি মহাসড়কে যান চলাচল স্বাভাবিক করার চেষ্টা চলছে।