ময়মনসিংহসংবাদ সারাদেশ
দীনেশ-রবীন্দ্রপত্র সম্মাননা পেলেন নজরুল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সৌমিত্র শেখর
ফারুক আহমেদ, ত্রিশাল (ময়মনসিংহ) প্রতিনিধি
পশ্চিমবঙ্গের আচার্য দীনেশচন্দ্র সেন রিসার্চ সোসাইটি প্রবর্তিত ‘দীনেশ-রবীন্দ্রপত্র’ সম্মাননা ২০২৩ পেয়েছেন জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. সৌমিত্র শেখর।
দীনেশচন্দ্র সেন রিসার্চ সোসাইটির পরিচালক ও দীনেশচন্দ্রের প্রপৌত্রী অধ্যাপিকা দেবকন্যা সেন বৃহস্পতিবার সশরীরে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে উপস্থিত হয়ে একটি আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানে সম্মাননা পদক ও মানপত্র তুলে দেন তার হাতে।
বিশ্ববিদ্যালয়ের কনফারেন্স রুমে এ লক্ষে আয়োজিত অনুষ্ঠানে অধ্যাপক আহমেদুল বারীর সভাপতিত্বে এ অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার ড. আতাউর রহমান, রেজিস্টার কৃষিবিদ ড. হুমায়ুন কবীর, জলদের সম্পাদক স্বপন ধর।
এর আগে একই ভ্যানুতে মৈমনসিংহ গীতিকা প্রকাশের শতবর্ষ উদযাপন উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।