চলমান রাজনৈতিক পরিস্থিতির কারনে সবজির বাজারে ধস
খানসামা (দিনাজপুর) প্রতিনিধি: শফিকুল ইসলাম সোহাগ
চলমান রাজনৈতিক পরিস্থিতির কারনে সবজির বাজারে ধস নেমেছে। দিনাজপুরের খানসামায় কমেছে সবধরনের সবজির দাম। খানসামা বাজারে প্রতিকেজি মুলা বিক্রি হচ্ছে ৫ টাকা দরে। দাম কমে যাওয়ায় হতাশ চাষীরা।
আজ শনিবার (২ ডিসেম্বর) সকালে সবজি বাজারে ঘুরে দেখা যায় প্রতিটি দোকানে কম বেশি মুলার সরবরাহ রয়েছে তবে ক্রেতা না থাকায় প্রতিকেজি মুলা বিক্রি হচ্ছে ৫ টাকা কেজি দরে।
বাজারে সবজি কিনতে আসা আজিজ বলেন, ‘দাম এখন হাতের নাগালেই আছে। কয়েকদিনের তুলনায় অনেক দাম কম। এ রকম দাম সারা বছর থাকলেই ভাল হত। সবজির দাম কম থাকলেও বাকি নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম একটি চড়া।’
সবজি চাষি আঃ লতিফ বলেন, ‘আমি এবার অনেক নানান ধরেনর সবজি আবাদ করেছি। বর্তমানে যে দাম তাতে খরচ তো দূরের কথা লোকসানের মুখ দেখতে হচ্ছে। তাই বাধ্য হয়ে মুলা জমি বাড়ি থেকে না তুলে হাল চাষ দিচ্ছি। শুধু আমি একাই নই এ কাজ অনেকে করছে।’
খানসামা বাজারের বিক্রেতা শাহীন বলেন, ‘আমরা প্রতি কেজি মুলা ৪ টাকা কেজিতে কিনেছি। মাত্র ১ টাকা লাভ বিক্রি করছি। তবে দাম কম হলেও বাজারে ক্রেতা কম।