গাজীপুরের কালিয়াকৈরে ঢাকা -টাঙ্গাইল মহাসড়কে একটি যাত্রীবাহী বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। রবিবার রাত সাড়ে ৮টার দিকে কালিয়াকৈরের চন্দ্রা ত্রিমোরে টাঙ্গাইলগামী ইউসুফ পরিবহনে একটি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা । খবর পেয়ে কালিয়াকৈর ফায়ার সার্ভিসের দুটি ইউনিট আধা ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। ততক্ষণে ওই বাসের বিভিন্ন অংশ পড়ে যায় । চন্দ্রা বাস স্ট্যান্ড থেকে টাঙ্গাইলগামী বাসটি যাত্রী নেয়ার জন্য অপেক্ষা করছিল। বাসের আগুন লাগলে ভিতরে থাকা যাত্রীরা দ্রুত বাস থেকে নেমে চলে যায়। এই ঘটনায় প্রাণহানির কোন ঘটনা ঘটেনি।