অর্থনীতি

যুক্তরাষ্ট্রের বাজারে পোশাক বিক্রি বাড়ার পূর্বাভাসের আশা: বিজিএমইএ

মোহনা অনলাইন

চলতি বছরের নভেম্বর-ডিসেম্বর মাসে মার্কিন যুক্তরাষ্ট্রের খুচরা বাজারে পোশাক বিক্রি বাড়ার পূর্বাভাস দিয়েছে যুক্তরাষ্ট্রের ন্যাশনাল রিটেইল ফেডারেশন (এনআরএফ)। বিজিএমইএ সভাপতি বলেন, যুক্তরাষ্ট্রের ন্যাশনাল রিটেইল ফেডারেশন (এনআরএফ) চলতি বছরের বাকি অংশে ভোক্তাদের ব্যয় বেড়ে যাওয়ার পূর্বাভাস দিয়েছে।

গতকাল মঙ্গলবার তৈরি পোশাক প্রস্তুত ও রপ্তানিকারকদের সংগঠন বিজিএমইএ সভাপতি মো. ফারুক হাসান এক বার্তায় গণমাধ্যমকর্মীদের এ তথ্য জানিয়েছেন। এরফলে স্বস্তি ফিরে এসেছে দেশের পোশাক খাতের উদ্যোক্তাদের মনে। আশা করছেন, দেশের পোশাক রফতানি আয়ও বাড়বে।
চলতি বছরের প্রথম ৯ মাসে (জানুয়ারি-সেপ্টেম্বর) মার্কিন যুক্তরাষ্ট্রের পোশাক আমদানির একটি হতাশাজনক চিত্র প্রদর্শন করে। ইপিবির তথ্য-উপাত্ত অনুসারে, জানুয়ারি-অক্টোবর ২০২৩ সময়েও মার্কিন যুক্তরাষ্ট্রে আমাদের পোশাক রপ্তানি ৮ দশমিক ৩৯ শতাংশ কমেছে।
এনআরএফ বলেছে, নভেম্বর-ডিসেম্বর মাসে পূর্ববর্তী বছরের একই সময়ের তুলনায় খুচরা বিক্রি ৩ থেকে ৪ শতাংশ বাড়তে পারে। ফারুক হাসান বলেন, যেহেতু অক্টোবর এবং নভেম্বরে আমাদের মোট পোশাক রপ্তানিতে ধীরগতি থাকে, তাই আমরা আশা করছি যে ডিসেম্বরে বিক্রি ঘুরে দাঁড়াবে, আর খুচরা বিক্রি প্রক্ষেপণগুলোও সেটি বলছে। তার মতে, এভাবে অব্যাহত থাকলে ২০২৪ সালের শুরু থেকে মার্কিন পোশাক আমদানিতে মন্দার অবসান ঘটাতে সাহায্য করবে।
ফারুক হাসান বলেন, তবে যাই হোক না কেন, ঘটতে পারে, এমন ঘটনাগুলোকেও বিবেচনায় নিতে হবে।  ইসরায়েল-হামাস যুদ্ধ আমাদের জন্য একটি বড় উদ্বেগের বিষয় হয়ে দাঁড়িয়েছে। কারণ এই যুদ্ধ আমাদের বাণিজ্য ও অর্থনীতিকে ক্ষতিগ্রস্ত করতে পারে। অতএব, খুচরা বাজারগুলোতে বিক্রয় কিভাবে বাড়ছে, তা আমাদের নিবিড়ভাবে পর্যবেক্ষণ করতে হবে।
Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button