চুয়াডাঙ্গার আলমডাঙ্গা ও জয়পুরহাট কাঁচাবাজারে বাড়ছে পেঁয়াজের দাম। বাজার নিয়ন্ত্রণে রাখতে অভিযানে নামে ভ্রাম্যমাণ আদালত। এ সময় ম্যাজিস্ট্রেটের উপস্থিতি টের পেয়ে কেজিতে ৫০-১০০ টাকা কমিয়ে ফেলে পেঁয়াজের দাম।
এদিকে, বেশি দামে পেঁয়াজ বিক্রির অভিযোগে এক পেঁয়াজ ব্যবসায়ীর থেকে এক হাজার টাকা জরিমানা আদায় করেন ভ্রাম্যমাণ আদালত। সোমবার (১১ ডিসেম্বর) সকালে বিভিন্ন স্থানে পেঁয়াজের বাজারে অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মিজানুর রহমান
হঠাৎ আবারও বাজারে পেঁয়াজের দাম বাড়তে শুরু হয়েছে। প্রতি কেজি পেঁয়াজ বাড়িয়ে ২০০ থেকে ২২০ টাকাতে বিক্রি শুরু করেছে অসাধু ব্যবসায়ীরা। এমন পরিস্থিতিতে বাজার নিয়ন্ত্রণে রাখতে অভিযানে নামে জেলা প্রশাসন। অভিযান জানতে পেরে ব্যবসায়ীরা পেঁয়াজের দাম কমিয়ে ১২০ টাকা কেজি দরে বিক্রি শুরু করলে ক্রেতাদের ভিড় জমে যায় পেঁয়াজের দোকানে।