ফরিদপুরে যথাযোগ্য মর্যাদার সাথে শহীদ বুদ্ধিজীবীদিবস পালন করা হয়েছে। আজ সকালে শেখ জামাল স্টেডিয়াম সংলগ্ন গণ কবরে জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনসহ বিভিন্ন সরকারি দপ্তর ও শিক্ষা প্রতিষ্ঠান শহীদের কবরে পুস্পমাল্যা অর্পনের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করেন। জেলা প্রশাসক মোঃ কামরুল আহসান তালুকদার, পুলিশ সুপার মোঃ শাহজাহান, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহ মোঃ ইশতিয়াক আরিফ, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ বাকাহীদ হোসেনসহ জেলা প্রশাসন, পুলিশ প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তাগণ এসময় উপস্থিত ছিলেন।