চট্টগ্রামসংবাদ সারাদেশ

সীতাকুণ্ড পৌরসভার কসাইখানা হয়ে উঠেছে ময়লার ভাগাড়

কবির শাহ্ দুলাল, সীতাকুণ্ড

ঢাকা চট্টগ্রাম মহাসড়কের সীতাকুণ্ড পন্থিছিলা অংশে পৌরসভার কসাইখানা হয়ে উঠেছে ময়লার ভাগাড়। প্রায় ১০ বছর সড়ক ও জনপদের জায়গায় ফেলা হচ্ছে ময়লা আবর্জনা।মশা-মাছি দুর্গন্ধে জনজীবনে দুর্ভোগ দেখা দিলেও সরানো হচ্ছে না এই ময়লার ভাগাড়।এসব ময়লা আবর্জনা হতে নানানরকম রোগ জীবানু ছড়াচ্ছে,পরিবেশও ধ্বংস করছে। তাছাড়া সড়কের মাঝখানে আইল্যান্ডে সৌন্দর্য বর্ধণে লাখ টাকা ব্যয়ে রোপিত বিভিন্ন প্রজাতির গাছের সৌন্দর্যকে ম্লান করছে ঐ অংশের ময়লার ভাগাড় ও কসাইখানা।
ঢাকা চট্টগ্রাম সড়কের পাশে হওয়ায় এসব ময়লা আর্বজনার দুর্গন্ধে পথচারী,দূরপাল্লার যাত্রীরাও বিরক্ত প্রকাশ করেছেন।
সীতাকুণ্ড পৌরসভার বদনামও হচ্ছে।দ্রুত সময়ে এই ময়লার ভাগাড় ও কসাইখানা সরাতে স্থানীয়রা জোর দাবি জানিয়েছেন।
এবিষয়ে সীতাকুণ্ড পৌরসভার ২নং ওয়ার্ড কাউন্সিলর বদিউল আলম জসিম বলেন,আমরা সকল কাউন্সিলর ও সম্মানিত মেয়র বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব বদিউল আলমসহ বেশ কয়েকবার মিটিং করেছি,মন্ত্রনালয়ে একটা ফাইল পাঠানো হয়েছে অনুমোদন পেলে শীঘ্রই এই ময়লার ভাগাড় স্থানান্তর করার উদ্যোগ নেয়া হবে।
সীতাকুণ্ড পৌরসভার মেয়র বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব বদিউল আলম সৌদি আরবে অবস্থান করায় পক্ষে উক্ত এলাকার কাউন্সিলর বদিউল আলম জসিম বক্তব্য প্রদান করেছেন।
Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
bn Bengali en English