নানান আয়োজনে কক্সবাজারে পালিত হয়েছে মহান বিজয় দিবস। সূর্যোদয়ের সাথে সাথে মহান মুক্তিযুদ্ধে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে কেন্দ্রীয় শহিদ মিনার ও বধ্যভূমিতে পূষ্পার্ঘ্য অর্পন করেন,জেলা প্রশাসক মুহম্মদ শাহীন ইমরান, পুলিশ সুপার মো মাহফুজুল ইসলাম,জেলা আওয়ামীলীগ সাধারন সম্পাদক মুজিবুর রহমান,বীর মুক্তিযোদ্ধাগণসহ সর্বস্তরের মানুষ।
এরপর বীরশ্রেষ্ঠ রুহুল আমীন ষ্টেডিয়ামে অনুষ্টিত হয় বিজয় দিবসের কুচকাওয়াজ ও ডিসপ্লে।
দুপুরে বিয়াম ফাউন্ডেশন মিলনায়তনে জেলা প্রশাসন আয়োজনে অনুষ্ঠিত হয় বীর মুক্তিযোদ্ধা ও মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের সংবর্ধনা, আলোচনা সভা ও জাতীয় পতাকা হস্তান্তর অনুষ্ঠান।
জেলা প্রশাসক মুহম্মদ শাহীন ইমরানের সভাপতিত্বে এতে ১০৫ জন মুক্তিযোদ্ধা পরিবারকে চার লক্ষ ২০ হাজার টাকা অনুদান প্রদান করা হয়।
এ সময় পুলিশ সুপার মো মাহফুজুল ইসলাম বীর মুক্তিযোদ্ধা কামাল হোসেন চৌধুরী,নুরুল আবছারসহ বীর মুক্তিযোদ্ধাগণ উপস্থিত ছিলেন।