সিরাজগঞ্জের এনায়েতপুর প্রেসক্লাবের ১৩তম প্রতিষ্ঠাবার্ষিকী নানা আয়োজনে পালিত হয়েছে। রবিবার সকালে প্রেসক্লাবের সভাপতি আব্দুস ছামাদ খানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রফিক মোল্লার সঞ্চালনায় কেক কর্তন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে । এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টেক্সজেন গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক শেখ আব্দুস সালাম,সিরাজগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি জাকিরুল ইসলাম সান্টু,বেলকুচি প্রেসক্লাবের সভাপতি আলহাজ্ব গাজী সাইদুর রহমান, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সদস্য সানজিদা খাতুন,এনায়েতপুর থানা আওয়ামী লীগের সভাপতি আহমেদ মোস্তফা খান বাচ্চু,সাধারণ সম্পাদক আজগর আলী বিএসসি, সহ-সভাপতি রাশেদুল ইসলাম সিরাজ,খুকনী বহুমুখী উচ্চ বিদ্যালয়ের সভাপতি আলহাজ ফিরোজ হাসান অনিক,যমুনা টিভির সিনিয়ার স্টাফ রিপোর্টার গোলাম মোস্তফা রুবেল,এনায়েতপুর ইসলামিয়া উচ্চ বিদ্যালয়ের অধ্যক্ষ আব্দুল মতিন,বেতিল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ হাফিজুর রহমান,ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর আলম জাহিদ, প্রেস ক্লাবের সহসভাপতি মুক্তার হাসান, কোষাধ্যক্ষ ওয়াহিদুজ্জামান ও সদস্য জুবায়েল হোসেন, সোহেল রানা সহগণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।