বরিশালের উজিরপুরের মুন্ডপাশা এলাকায় (ঢাকা-বরিশাল মহাসড়ক) সাকুরা পরিবহন নামে একটি যাত্রীবাহী বাস ও ইট বহনকারী একটি ট্রলির সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ১০ জন।
উজিরপুর থানার ওসি মো. জাফর আহম্মেদ জানান, সাকুরা পরিবহনের একটি বাস যাত্রী নিয়ে বরিশাল থেকে ঢাকা যাচ্ছিল। বাসটি নতুন শিকারপুর এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রলির(থ্রি হুইলার টাইপ নসিমন/করিমন) সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই দুজন নিহত হন।
নিহতেরা হলেন ট্রলি চালক রুবেল (২৫) ও হেলপার সোহরাব হোসেন কবিরাজ (৩০)। নিহতদের বাড়ি উজিরপুর উপজেলার জয়শ্রী বরর্তা গ্রামে।
উজিরপুর থানার ওসি মো. জাফর আহম্মেদ জানান, সাকুরা পরিবহনের একটি বাস যাত্রী নিয়ে বরিশাল থেকে ঢাকা যাচ্ছিল। বাসটি নতুন শিকারপুর এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রলির(থ্রি হুইলার টাইপ নসিমন/করিমন) সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই দুজন নিহত হন। এ ছাড়া বাসের কমপক্ষে ৬ থেকে ৭ জন যাত্রী কমবেশি আহত হয়েছেন। তারা স্থানীয়ভাবে চিকিৎসা নিয়েছেন।
স্থানীয়রা জানান, কুয়াশার কারণে সড়কে দৃষ্টিসীমা খুবই কম ছিল। আর ট্রলিটি সড়কের মাঝ বরাবর দিয়ে যাচ্ছিল। সেই সঙ্গে দুর্ঘটনার সময় সাকুরা বাসের গতিও বেশ ছিল। যার কারণে ট্রলির সঙ্গে সংঘর্ষের পর সাকুরা বাসটি সড়কের অপর পাশে গাছের ওপর আছড়ে পড়ে।