নির্বাচন উপলক্ষে এক কর্মিসভায় গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোকাদ্দেস আলী বাদু বলেছেন, ওই উপজেলায় যেদিন আওয়ামী লীগ প্রার্থী মনোনয়ন পেয়েছেন সেইদিনই নৌকা জয়ী হয়েছে, শুধু আনুষ্ঠানিকতা বাকি।
তার এই বক্তব্যের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে। এছাড়া তার বক্তব্যটি ফিরোজ কবীর নামের একটি ফেসবুক আইডি থেকেও লাইভ করা হয়। এ ধরনের বক্তব্যে নির্বাচনী এলাকায় শুরু হয়েছে তুমুল সমালোচনা। বিষয়টি নিয়ে গোবিন্দগঞ্জ উপজেলার ভোটার ও সাধারণ মানুষের মাঝেও শষ্কার সৃষ্টি হয়।
ভিডিওতে মোকাদ্দেস আলী বাদুকে বলতে শোনা যায় যায়, আমার দাদার আমলের আওয়ামী লীগ তারপরে আমার বাবার, তারপরে হবে আমার। এই আওয়ামী লীগের মনোনয়ন অন্য কেউ পাবে কেন? এটাতো আমার পৈতৃক সূত্রে, এই আওয়ামী লীগ আমার। এই আওয়ামী লীগের অন্য কেউ যেন মনোনয়ন না চায়।
তিনি আরও বলেন, আবুল কালাম আজাদ এই উপজেলায় যেদিন মনোনয়ন পেয়েছে সেদিনই নৌকা জয়লাভ হয়েছে। ৭ তারিখে শুধু আনুষ্ঠানিকতা বাকি। এই উপজেলায় আওয়ামী লীগ এবং উপজেলায় যারা আসলে উন্নয়নের বিশ্বাসী তারা কিন্তু নৌকা মার্কার আবুল কালাম আজাদকেই ভোট দিবে। এটা কিন্তু যেদিন মনোনয়ন পেয়েছে সেদিনই জয়লাভ হয়ে গেছে, শুধু ৭ তারিখের ভোটের মধ্য দিয়ে আনুষ্ঠানিকতা বাকি আছে।
এদিকে, আওয়ামী লীগ নেতা মোকাদ্দেস আলী বাদুর এমন বক্তব্য নিয়ে নেতাকর্মীদের মধ্যে শুরু হয়েছে নানা সমালোচনা। এ ছাড়া ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখিয়েছেন স্থানীয় আওয়ামী লীগ নেতাকর্মীরা।
বক্তব্যের বিষয়ে জানতে চেষ্টা করেও পাওয়া যায়নি গোবিন্দগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোকাদ্দাস আলী বাদুকে। তার ফোনে কল দিলে বন্ধ পাওয়া যায়।
এ বিষয়ে গাইবান্ধা-৪ (গোবিন্দগঞ্জ) আসনের সহকারী রিটার্নিং কর্মকর্তা ও গোবিন্দগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রাসেল মিয়া জানান, ভিডিও বক্তব্যের বিষয়টি তার নজরে এসেছে। এটি খতিয়ে দেখা হবে। তবে আচরণবিধি লঙ্ঘন হলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।