দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে কেন্দ্রে কেন্দ্রে পাঠানো হচ্ছে ভোটের সরঞ্জাম। আর রোববার সকাল ৬টা থেকে প্রতিটি ভোটকেন্দ্রে পাঠানো হবে ব্যালট পেপার। এর আগে সব প্রস্তুতি সম্পন্ন করতে দুপুর থেকে শুরু হয় কেন্দ্রে কেন্দ্রে নির্বাচনি সরঞ্জাম পাঠানোর কাজ। কেরানীগঞ্জ উপজেলার সহকারী রির্টানিং কর্মকর্তার কার্যালায় থেকে ৭টি বুথের মাধ্যমে ২২১ কেন্দ্রের প্রিজাইডিং কর্মকর্তাদের কাছে বিতরণ করা হয় এসব সরঞ্জাম। প্রতিটি কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তারা এসে নির্ধারিত পয়েন্ট থেকে বুঝে নেন সরঞ্জামাদি। তারপর পুলিশ প্রহরায় নিয়ে যাওয়া হচ্ছে নির্ধারিত কেন্দ্রে ।
এর আগে নির্বাচনী দায়িত্ব ও কর্তব্য পালনের বিষয় নিয়ে আয়োজন করা হয় ব্রিফিং প্যারেড কার্যক্রম। এতে যোগ দেন ঢাকা জেলা রির্টানিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মোঃ আনিসুর রহমান এবং ঢাকা জেলা পুলিশ সুপার মোঃ আসাদুজ্জামান। এসময় ঢাকা জেলা রিটার্নিং কর্মকর্তা মোঃ আনিসুর রহমান জানান, কেরানীগঞ্জ উপজেলার ঢাকা-২ ও ঢাকা-৩ আসনের মোট ২২১টি কেন্দ্রের নির্বাচনী সরঞ্জাম পাঠানো হচ্ছে।
তিনি আরও বলেন, অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনে প্রস্তুতি সম্পন্ন হয়েছে। এবারের নির্বাচনটি একটি রোল মডেল হবে বলে আশা প্রকাশ করেন। আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি বিজিবি, র্যাব, স্ট্রাইকিং ফোর্স, মোবাইল ফোর্স সহ নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োজিত থাকবে।