সংবাদ সারাদেশ
শ্বশুর বাড়িতে গরু চুরি করতে গিয়ে জামাই ধরা!
আলফাজ সরকার আকাশ, শ্রীপুর(গাজীপুর) প্রতিনিধি
গাজীপুরের শ্রীপুর উপজেলার রাজাবাড়ি ইউনিয়নের ডোয়াইবাড়ি গ্রামে শ্বশুর বাড়িতে গরু চুরি করতে গিয়ে ধরা পড়েছেন জনি নামের এক জামাই। সাথে সেই জামাইয়ের এক শ্যালকও রয়েছেন।
রোববার (২১ জানুয়ারি) দুপুরের দিকে তাদেরকে থানা হেফাজতে রাখার বিষয়টি নিশ্চিত করেন শ্রীপুর থানার উপপরিদর্শক (এস.আই) নাদিম মিয়া। এরআপ,বুধবার রাতে তাদেরকে আটক করে পুলিশে সোপর্দ করে জনতা।
আটককৃতরা হলেন, শ্রীপুর উপজেলার রাজাবাড়ি ইউনিয়নের ডোয়াইবাড়ি গ্রামের মৃত মতিউর রহমানের ছেলে জনি (২৪) ও একই এলাকার আমিনুল ইসলামের ছেলে মাহফুজুর রহমান মাহফুজ (২২)।
স্থানীয় সমাজসেবক শেখ মামুন বলেন, “ডোয়াইবাড়ি গ্রামের ইউসুফের বাড়ি পাশের জঙ্গলে বসে গরুর চুরির পরিকল্পনা করছিল আমজাদ আলীর মেয়ের জামাই জনি ও তাঁর চাচাত শ্যালক মাহফুজ। “শ্বশুর বাড়ির গরুটাও নিয়ে রেললাইন পার করে দিতে হবে”-মুঠোফোন অন্য এলাকায় থাকা তুষার নামের একজনের সাথে ওই কথপোকথন চলাকালে পাশের লোকজন শুনে ফেলে। পরে আমজাদের মেয়েকে জিজ্ঞেস করলে বিষয়টি নিশ্চিত হয়ে তাদেরকে আটক করে পুলিশে খবর দেওয়া হয়।
তিনি আরও বলেন, “গত মাসে আমার গোয়াল ঘর থেকে ২ লাখ টাকা মূল্যের ৩ গরু চুরি হয়। এছাড়াও গত সপ্তাহে ডোয়াইবাড়ি রসুলপুর এলাকার কাইল্লার বাড়ির মুনছুর মিয়ার ঘরে শিকল লাগিয়ে একটি গরু নিয়ে যায়।
শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ জামান যায়যায়দিনকে বলেন,” খবর পেয়ে ওই দুই যুবককে আটক করে থানা হেফাজতে নেওয়া হয়। তাদেরকে জিজ্ঞেসাবাদ চলছে। তদন্তের পর আইনগত পদক্ষেপ নেওয়া হবে “।