ভূঞাপুরে মুক্তিযোদ্ধা মন্ত্রণালয়ের নির্দেশ অমান্য করে বিদ্যালয়ের তোরণ নির্মাণ
মুহাইমিনুল ইসলাম হৃদয়, ভূঞাপুর (টাঙ্গাইল)
টাঙ্গাইলের ভ‚ঞাপুরের পলশিয়া রাণী দিনমনি উচ্চ বিদ্যালয়ের (নিকরাইল) প্রধান তোরণ (গেট) নির্মাণে নামকরণের অনিয়মের অভিযোগে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মতিয়ার রহমানকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। গত ১লা জানুয়ারি জেলা শিক্ষা কর্মকর্তা রেবেকা সুলতানা স্বাক্ষরিত এ নোটিশ দেওয়া হয়।
চলতি বছরের ২১ জানুয়ারি মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রীর একান্ত সচিব (উপ সচিব) মোহাম¥দ সানোয়ার হোসেনের স্বাক্ষরিত এক নির্দেশনায় বলা হয়, পূর্বের ম্যানেজিং কমিটির সিদ্ধান্ত অনুযায়ী উক্ত বিদ্যালয়ের প্রধান গেট তথা তোরণ শহীদ বীর মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম ও শহীদ বীর মুক্তিযোদ্ধা আমজাদ হোসেনের নামে নামকরণ করতে হবে। তবে মন্ত্রণালয়ের নির্দেশনাকে তোয়াক্কা না করে বিদ্যালয় কতৃর্পক্ষ মুক্তিযোদ্ধাদ্বয়ের নামে নামকরণ না করে বর্তমান ম্যানেজিং কমিটির সভাপতি মো. চাঁন মাহমুদ তালুকদারের নামে বিদ্যালয়ের তোরণ নির্মাণের কাজ চলমান রাখে। তার প্রেক্ষিতে জেলা শিক্ষা কর্মকর্তা রেবেকা সুলতানা মুক্তিযোদ্ধাদ্বয়ের নামে তোরণ নির্মাণ না করার সুস্পষ্ট ব্যাখ্যাসহ আগামী তিন কর্মদিবসের মধ্যে কারণ দর্শানোর নির্দেশ দেন।
এ বিষয়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মতিয়ার রহমান জানান, কারণ দর্শানোর নোটিশ পেয়েছি, যথা সময়ে জবাব দেওয়া হবে।
জেলা শিক্ষা কর্মকর্তা রেবেকা সুলতানা বলেন, মুক্তিযোদ্ধা মন্ত্রণালয় থেকে দু’জন মুক্তিযোদ্ধার নামে তোরণ নির্মাণের নির্দেশনা দেওয়া হয়েছে যা পূর্বের ম্যানেজিং কমিটির সিদ্ধান্ত ছিল। কিন্তু বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুক্তিযোদ্ধাদের নামে নামকরণ না করে বর্তমান সভাপতির নামে তোরণ নির্মাণ করছেন। এ জন্য উক্ত বিদ্যালয়ের প্রধান শিক্ষককে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। এখনও কোন জবাব পাওয়া যায়নি।