উৎসবমুখর পরিবেশে শুরু হয়েছে পটুয়াখালীর পৌরসভা নির্বাচনের ভোটগ্রহণ। শনিবার (৯র্মাচ ) সকাল ৮ টা থেকে ইভিএম এর মাধ্যমে শুরু হয় ভোট গ্রহণ। একটানা বিরতহীনভাবে চলবে বিকাল ৪ টা পর্যন্ত। কোন প্রকার অপ্রীতিকর ঘটনা এড়াতে প্রশাসনের তরফ থেকে নেওয়া হয়েছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা। সকাল থেকেই ভোটারদের উপস্থিতি ছিল চোখে পড়ার মত।
পটুয়াখালী পৌর শহরের ২৪টি ভোট কেন্দ্রে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। কেন্দ্রের নিরাপত্তা নিশ্চিতে প্রতিটি কেন্দ্রে একজন এসআই, দুইজন এএসআই, চারজন পুলিশ সহ ৯ জন আনসার সদস্য নিয়োজিত রয়েছেন।
এছাড়া নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্নের লক্ষ্যে ১৯ জন ম্যাজিস্ট্রেট ,৩ প্লাটুন বিজিবি,৪ টিম র্যাব ও পুলিশের মোবাইল টিম দায়িত্ব পালন করছে। পৌরসভার মোট ৫০ হাজার ৬ শত ৯৯ জন ভোটারের বিপরীতে মেয়র পদে ৫ জন, কাউন্সিলর পদে ৪১ জন ও সংরক্ষিত নারী কাউন্সিলর পদে ১৫ জন মোট ৬১ জন প্রার্থী প্রতিদ্বন্দিতা করছেন।