সংবাদ সারাদেশ

ভৈরবে মেঘনা নদীতে নৌকা ডুবে বেলাবোর তরুণী নিখোঁজ

মোঃ আশিকুর রহমান সৈকত (নিজস্ব প্রতিনিধি)

কিশোরগঞ্জের ভৈরবে ভ্রমণের নৌকা ডুবে আনিকা আক্তার (১৮) নামে এক তরুণী নিখোঁজ হয়েছেন। নিখোঁজ আনিকা বান্ধবীর সঙ্গে নৌকায় ভৈরবের মেঘনা নদীতে ঘুরতে গিয়েছিলেন। আনিকা নরসিংদীর বেলাবো উপজেলার দড়িকান্দি গ্রামের দারু মিয়ার মেয়ে। তিনি এবার নরসিংদী মডেল কলেজ থেকে এইচএসসি পাস করেছেন।
শুক্রবার (২২ মার্চ) সন্ধ্যা ৬টায় দিকে ভৈরবের মেঘনা নদীতে সৈয়দ নজরুল ইসলাম সেতুর নিচে বালুবাহী বাল্কহেডের ধাক্কায় তাদের বহনকারী নৌকাটি ডুবে যায়।
 আরও আটজন নিখোঁজ রয়েছেন। জানা গেছে, শুক্রবার খালার বাড়িতে যান আনিকা। সেখান থেকে বান্ধবী রুবা আনিকাকে ভৈরবে মার্কেট করার কথা বলে বাড়ি থেকে নিয়ে যায়। পরে তারা দুজনে মেঘনায় ভ্রমণের জন্য ট্রলারে ওঠেন। এসময় বালুবাহী বাল্কহেডের ধাক্কায় তাদের ট্রলারটি ডুবে যায়। ট্রলারটিতে প্রায় ২০ জনের মতো যাত্রী ছিলেন। এদের মধ্যে অজ্ঞাতপরিচয়ে এক নারীর মরদেহসহ ১২ জনকে উদ্ধার করা হয়।
নিখোঁজ আনিকার ভাই মেহেদি হাসান বলেন, আনিকা তার বান্ধবী রুবার সঙ্গে নৌকায় করে
নদীতে ঘুরতে যায়। হঠাৎ বালুবাহী বাল্কহেডের ধাক্কায় নৌকাটি ডুবে যায়। রুবা সাঁতার কেটে প্রাণে বেঁচে ফিরলেও আমার বোন ফিরতে পারেনি।
আনিকার বাবা দারু মিয়া বলেন, ইফতারের পরে আমার মেয়ের নিখোঁজ হওয়ার খবর শুনতে পায়।
এখন পর্যন্ত কয়েকজন উদ্ধার হলেও আমার মেয়ের কোনো সন্ধান পাওয়া যায়নি।
author avatar
Online Editor SEO
Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button