আইপিএলের মাঝপথে দেশে ফিরে এসেছিলেন মোস্তাফিজুর রহমান। চেন্নাই সুপার কিংসের পরের ম্যাচেই তাই একাদশে দেখা যেতে পারে তাকে। কারণ বিরতি শেষে সন্ধ্যায় আবারো ভারতে ফিরে যাচ্ছেন এই পেসার।
২৮ বছর বয়সী এই ক্রিকেটার এবারের আইপিএলে একমাত্র বাংলাদেশি ক্রিকেটার। আগের ম্যাচে মুস্তাফিজকে না পাওয়ার বিষয়টি নিয়ে কোচ স্টিভেন ফ্লেমিং বলেন, ‘কোনো সন্দেহ নেই মুস্তাফিজকে মিস করেছি, তবে এটা আইপিএলের অংশ। সে এখানে নেই, ফলে ব্যবহারেরও সুযোগ নেই তাকে।’
উল্লেখ্য, এর আগে গত মঙ্গলবার হুট করেই বাংলাদেশে আসেন মুস্তাফিজ। মূলত, আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য যুক্তরাষ্ট্রের ভিসা প্রক্রিয়া সম্পন্ন করতেই দেশে আসেন এই পেসার। যার ফলে খেলতে পারেননি হায়দরাবাদের বিপক্ষে ম্যাচ।
অপেক্ষার প্রহর শেষ হয়েছে। পাসপোর্ট ফিরে পেয়েছেন মোস্তাফিজ। আজ (রবিবার) সন্ধ্যা ৬-১৫ মিনিটে সরাসরি ফ্লাইটে চেন্নাই যাবেন তিনি। যোগ দিবেন মহেন্দ্র সিং ধোনি, রুতুরাজ গায়কোয়াড়দের সঙ্গে।