খেলাধুলা

৪৭তম ট্রফি ও ইতিহাসের সেরা অ্যাসিস্টদাতা মেসি

মোহনা অনলাইন

ইন্টার মায়ামির হয়ে এমএলএস ইস্টার্ন কনফারেন্স ট্রফি জয়ের মাধ্যমে ফুটবল ইতিহাসে নতুন অধ্যায় রচনা করলেন লিওনেল মেসি। নিউ ইয়র্ক সিটির বিপক্ষে ৫-১ গোলের বিশাল জয়ে ক্যারিয়ারের ৪৭তম ট্রফিটি নিজের করে নিলেন এই আর্জেন্টাইন জাদুকর। ফুটবল ইতিহাসে কোনো খেলোয়াড়ের জেতা সর্বোচ্চ ট্রফির রেকর্ডটি আরও বিস্তৃত করলেন তিনি।
৩৮ বছর বয়সী এই মহাতারকা শুধুমাত্র ট্রফি জয়েই ক্ষান্ত হননি, গড়েছেন অ্যাসিস্টের নতুন বিশ্বরেকর্ডও। নিউ ইয়র্ক সিটির বিপক্ষে সেমিফাইনালে সতীর্থকে দিয়ে গোল করিয়ে টপকে গেছেন কিংবদন্তি ফেরেঙ্ক পুসকাসকে। বর্তমানে ৪০৫টি অ্যাসিস্ট নিয়ে ফুটবল ইতিহাসের সর্বোচ্চ অ্যাসিস্টদাতার আসনটি এখন মেসির দখলে।
মেসির বর্ণাঢ্য ক্যারিয়ারের ট্রফি ক্যাবিনেটে বার্সেলোনার হয়ে রয়েছে সর্বোচ্চ ৩৫টি শিরোপা। আর্জেন্টিনা জাতীয় দলের জার্সিতে তিনি জিতেছেন ৬টি ট্রফি। পিএসজিতে থাকাকালীন জিতেছিলেন ৩টি এবং বর্তমানে ইন্টার মায়ামির হয়েও তার নামের পাশে যুক্ত হলো ৩টি ট্রফি।
অন্যদিকে সর্বোচ্চ অ্যাসিস্টের তালিকায় ফেরেঙ্ক পুসকাসের (৪০৪) সঙ্গে যৌথভাবে শীর্ষে ছিলেন মেসি। মায়ামির হয়ে ৪০৫তম অ্যাসিস্টটি করে তিনি এখন এককভাবে শীর্ষে।
ফুটবল ইতিহাসে সর্বোচ্চ অ্যাসিস্টের তালিকা (শীর্ষ ১০): 
১. লিওনেল মেসি – ৪০৫
২. ফেরেঙ্ক পুসকাস – ৪০৪
৩. পেলে – ৩৬৯
৪. ইয়োহান ক্রুইফ – ৩৫৮
৫. টমাস মুলার – ৩৫২
৬. লুইস সুয়ারেজ – ৩১৭
৭. কেভিন ডি ব্রুইন – ৩১৬
৮. আনহেল দি মারিয়া – ৩১৩
৯. ক্রিস্টিয়ানো রোনালদো – ৩০৪
১০. লুইস ফিগো – ২৮৩

সব মিলিয়ে এখন পর্যন্ত মেসির মোট গোল সংখ্যা ৮৯৬ এবং অ্যাসিস্ট ৪০৫। গোল ও অ্যাসিস্ট মিলিয়ে ফুটবলের ইতিহাসে সবচেয়ে বেশি ‘গোল কন্ট্রিবিউশন’-এর মালিকও এখন তিনিই।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button