খেলাধুলা

বিপিএল নিলামে কোন দলে কোন ক্রিকেটার

মোহনা অনলাইন

এক যুগ পর পর হওয়া নিলাম অনুষ্ঠিত হচ্ছে রাজধানীর হোটেল রেডিসন ব্লুতে। গোটা দেশের ক্রিকেট ভক্তদের চোখ ঘরোয়া ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টের এই নিলামে। কোন তারকা কোন দলে গেল, কত টাকায় কেনা হলো তাকে, ভক্তদের আগ্রহের জায়গা অনেক। এনটিভি অনলাইন যুক্ত হয়েছে আপনাদের কৌতূহল মেটাতে, নিলামের সর্বশেষ খবর জানতে থাকুন আমাদের সঙ্গে।

এখন পর্যন্ত সর্বোচ্চ ১ কোটি ১০ লাখ টাকায় চট্টগ্রাম রয়্যালসে মোহাম্মদ নাঈম শেখ। দ্বিতীয় সর্বোচ্চ ৯২ লাখ টাকায় রংপুর রাইডার্সে তাওহিদ হৃদয়।

ঢাকা ক্যাপিটালস : শামীম পাটোয়ারী (৫৬ লাখ)।

ডিরেক্ট সাইনিং (দেশি) : সাইফ হাসান ও তাসকিন আহমেদ। ডিরেক্ট সাইনিং (বিদেশি) : উসমান খান ও অ্যালেক্স হেলস।

রংপুর রাইডার্স : লিটন দাস (৭০ লাখ), তাওহিদ হৃদয় (৯২ লাখ)।

ডিরেক্ট সাইনিং (দেশি) : নুরুল হাসান সোহান ও মুস্তাফিজুর রহমান। ডিরেক্ট সাইনিং (বিদেশি) : খাওজা নাফে ও সুফিয়ান মুকিম।

রাজশাহী ওয়ারিয়র্স : তানজিম হাসান সাকিব (৬৫ লাখ)।

ডিরেক্ট সাইনিং (দেশি) : নাজমুল হোসেন শান্ত ও তানজিদ হাসান তামিম। ডিরেক্ট সাইনিং (বিদেশি) : শাহিবজাদা ফারহান ও মোহাম্মদ নাওয়াজ।

সিলেট টাইটান্স : পারভেজ হোসেন ইমন (৩৫ লাখ)।

ডিরেক্ট সাইনিং (দেশি) : মেহেদী হাসান মিরাজ ও নাসুম আহমেদ। ডিরেক্ট সাইনিং (বিদেশি) : মোহাম্মদ আমির ও সাইম আইয়ুব।

চট্টগ্রাম রয়্যালস : মোহাম্মদ নাঈম শেখ (১ কোটি ১০ লাখ), শরিফুল ইসলাম (৪৪ লাখ)।

ডিরেক্ট সাইনিং (দেশি) : শেখ মেহেদী ও তানভীর ইসলাম। ডিরেক্ট সাইনিং (বিদেশি) : আবরার আহমেদ।

ডিরেক্ট সাইনিং (দেশি) : সৌম্য সরকার ও হাসান মাহমুদ। ডিরেক্ট সাইনিং (বিদেশি) : জনসন চার্লস ও কুশল মেন্ডিস।

আগামী ২৬ ডিসেম্বর মাঠে গড়াবে বিপিএলের প্রথম ম্যাচ। ফাইনাল অনুষ্ঠিত হবে ২৩ জানুয়ারি। বিপিএলের সূচিতেও এবার ভিন্নতা এনেছে বিসিবি। সাধারণত ঢাকা পর্ব দিয়ে শুরু হতো বিপিএল। তবে বিপিএলের ১২তম আসর শুরু হবে সিলেট পর্ব দিয়ে। এরপর সেখান থেকে যাবে চট্টগ্রাম। পরে ফিরবে ঢাকায়।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button