আইপিএলে আইপিএলে আজ দিনের একমাত্র ম্যাচে রাত ৮টায় ইডেন গার্ডেনে মুখোমুখি হবে চেন্নাই সুপার কিংস ও কলকাতা নাইট রাইডার্স। এবার চেন্নাইয়ের একাদশে দেখা যেতে পারে মুস্তাফিজকে। চেন্নাই-কলকাতার ম্যাচটি চেন্নায়ের ভেন্যুতে স্থানীয় সময় রাত ৮টায় অনুষ্ঠিত হবে। খেলাটি সরাসরি সম্প্রচার করবে টি স্পোর্টস ও গাজী টিভি।
আইপিএলে চেন্নাইয়ের হয়ে এবার দারুণ ফর্মে আছেন মুস্তাফিজুর রহমান। তিন ম্যাচে ৭ উইকেট শিকার করে এখন পর্যন্ত যৌথভাবে সর্বোচ্চ উইকেটশিকারি তিনি। তবে আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য যুক্তরাষ্ট্রের ভিসা প্রক্রিয়া সম্পন্ন করতে গত মঙ্গলবার দেশে আসার কারণে শেষ ম্যাচে খেলতে পারেননি তিনি। তবে বিরতি শেষে গতকাল রোববার সন্ধ্যায় চেন্নাইয়ের উদ্দেশ্যে দেশ ত্যাগ করেন মুস্তাফিজ।
মুস্তাফিজের না থাকার ম্যাচে বেশ ভুগিয়েছে চেন্নাইকে। আশানুরুপ বোলিং না হওয়ায় সানরাইজার্স হায়দরাবাদের বিপক্ষে ম্যাচটি হারতে হয় চেন্নাইকে। তাই ধারণা করা হচ্ছে আজ স্কোয়াডে থেকে দলের হয়ে মাঠে নামবেন মুস্তাফিজ।
আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের আসর বসবে যুক্তরাষ্ট্র ও ওয়েস্ট ইন্ডিজে। তার আগে যুক্তরাষ্ট্রের মাটিতে স্বাগতিকদের সঙ্গে টি-টোয়েন্টি সিরিজ খেলবে বাংলাদেশ। অর্থাৎ বিশ্বকাপের দামামা পুরোদমে বাজার আগেই টাইগাররা সেখানে পা রাখবে। সেজন্য কিছুটা আগেভাগেই শুরু হয়েছে ভিসা প্রস্তুত কার্যক্রম।