জুন-জুলাইয়ে অনুষ্ঠিত হবে টি-টোয়েন্টি বিশ্বকাপের। বাংলাদেশ-জিম্বাবুয়ে টি-টোয়েন্টি সিরিজ শেষে ঘোষণা করবে বিশ্বকাপ স্কোয়াড। তার আগে বড় দুঃসংবাদ পেতে হলো টাইগারদের। ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে ছিটকে গেলেন বাংলাদেশের অন্যতম সেরা পেসার ‘স্যালুটম্যান’ খ্যাত এবাদত হোসেন।
গেল বছর ঘরের মাটিতে আফগানিস্তান সিরিজে চোটে পড়েছিলেন এবাদত হোসেন। হাঁটুর সেই চোটে মিস করেন এশিয়া কাপ। পরবর্তীতে ভারতের মাটিতে ওয়ানডে বিশ্বকাপেও খেলা হয়ে উঠেনি টাইগার এই পেসারের। তারপর ইংল্যান্ড থেকে পায়ের অস্ত্রোপচার করাতে হয়েছিল এবাদতের। সফল অপারেশন শেষে ধীরে ধীরে মাঠে ফেরার প্রস্তুতি নিচ্ছিলেন এবাদত। গেল কিছুদিন আগে বল হাতে দাঁড়িয়ে বোলিং অনুশীলন করতেও দেখা গিয়েছিল তাকে। এ ছাড়া নিয়মিত চালিয়ে যাচ্ছিলেন শারীরিক অনুশীলনও।
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রধান চিকিৎসক দেবাশীষ চৌধুরী আজ বিষয়টি ক্রিকেটভিত্তিক ওয়েবসাইট ক্রিকবাজকে নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ‘এবাদতের বিশ্বকাপে ফেরার কোনো সুযোগ নেই। আমরা এটা ভাবছিও না। এই ধরনের অস্ত্রোপচারের পর ১২ মাস পর্যন্তও লাগতে পারে সুস্থ হতে। অন্তত ১০ মাস তো লাগবেই। তার অস্ত্রোপচার হয়েছিল ডিসেম্বরে। অন্তত অক্টোবর পর্যন্ত তাকে অপেক্ষা করতে হবে। তিনি আরও যোগ করেন, এর আগেও হয়ত ফিরতে পারে, তবে টি-টোয়েন্টি বিশ্বকাপে ফেরা হবে না।’