খেলাধুলা

ইতিহাস গড়লেন অধিনায়ক বাবর

মোহনা অনলাইন

তৃতীয় টি-টোয়েন্টিতে অধিনায়ক হিসেবে নেমেই ইতিহাস গড়লেন বাবর। ভারত বিশ্বকাপের পরপরই তিন ফরম্যাটেই নেতৃত্ব হারিয়েছিলেন বাবর আজম। তবে এক সিরিজ পরই নিউজিল্যান্ড সিরিজ দিয়ে আবারও অধিনায়কত্বে ফিরেছেন তিনি।

টস জিতে বল করার সিদ্ধান্ত নেয় নিউজিল্যান্ড। ওপেনিংয়ে জুটিতে ৫৫ রান তুলে দলকে ভালো শুরু এনে দেন অধিনায়ক বাবর আজম ও সাইম আইয়ুব। সাইম ২২ বলে ৩২ রান করেন। অন্যদিকে কিউই অধিনায়ক মাইকেল ব্রেসওয়েলের শিকার হওয়ার আগে ২৯ বলে চারটি চার ও এক ছক্কায় ৩৭ রান করেন বাবর আজম।

রাওয়ালপিন্ডিতে নিউজিল্যান্ডের বিপক্ষে হারা ম্যাচে ২৯ বলে ৩৭ রানের ইনিংস খেলেছেন বাবর। অধিনায়ক হিসেবে পাকিস্তানের জার্সিতে টি-টোয়েন্টিতে ২২৪৬ রান করেছেন বাবর। যা করতে পারেননি আর কোনো অধিনায়কই। এর আগে সর্বোচ্চ ২২৩৬ রান করেছিলেন অস্ট্রেলিয়ার সাবেক অধিনায়ক অ্যারন ফিঞ্চ।

এ তালিকায় শীর্ষ পাঁচজনের তিনজনই এখনো দলের অধিনায়কত্ব করছেন—বাবর ছাড়াও নিউজিল্যান্ডের কেইন উইলিয়ামসন ও ভারতের রোহিত শর্মা। একমাত্র ফিঞ্চই অবসরে গেছেন। বিরাট কোহলি খেললেও অধিনায়কত্ব ছেড়ে দিয়েছেন আগেই।

বাংলাদেশের অধিনায়ক হিসেবে সর্বোচ্চ রান সাকিব আল হাসানের—৩৯ ম্যাচে ৮২৬। এ তালিকায় তিনি অবশ্য বেশ পিছিয়ে। কমপক্ষে ১ হাজার রানই আছে ১৭ জনের।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button