চতুর্থ টি ২০ জিতে পাঁচ ম্যাচের সিরিজে সমতা আনল পাকিস্তান। শনিবার (২৭ এপ্রিল) লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে তারা নয় রানে হারিয়েছে নিউজিল্যান্ডকে।
পাঁচ ম্যাচ সিরিজের শেষ টি-টোয়েন্টি ম্যাচে নিউজিল্যান্ডের বিপক্ষে ৯ রানের জয়ে ২-২ সমতা নিয়ে সিরিজ শেষ করল পাকিস্তান। লাহোরে টস হেরে ব্যাট করতে নেমে বাবর আজমের ফিফটিতে স্বাগতিকরা নির্ধারিত ওভারে ৫ উইকেটে ১৭৮ রান সংগ্রহ করে।
১৭৯ তাড়া করতে নেমে সফররত নিউজিল্যান্ড চার বল বাকি থাকতে ১৬৯ রানে অলআউট হয়ে যায়। টিম সেইপার্ট ৫২ রানের ঝড়ো ইনিংস খেলেন মাত্র ৩৩ বল মোকাবেলা করে। ২৬ বলে অপরাজিত ৩৮ রান করেন জশ ক্লার্কসন। মাইকেল ব্রেসওয়াল ২৩ রান করেন ২১ বল খেলে। পাকিস্তানি বোলারদের মধ্যে সবচেয়ে সফল এই সিরিজে নেতৃত্ব হারানো ফাস্ট বোলার শাহিন আফ্রিদি। ৩০ রান দিয়ে চার উইকেট নেন তিনি। উসামা মির দুই উইকেট নিতে ২১ রান খরচ করেন।