খেলাধুলা

ইডেনে সল্ট ঝড়ে জিতল কলকাতা

মোহনা অনলাইন

রান বন্যার আইপিএলে কোনোমতে স্কোরবোর্ডে দেড়শ রানের গণ্ডি পেরোয় দিল্লি ক্যাপিটালস। সহজ লক্ষ্য তাড়ায় ফিল সল্টের ঝড়ো ব্যাটিংয়ে ৭ উইকেটের অনায়াস জয়ে কলকাতা নাইট রাইডার্স প্লে অফে খেলার পথে অনেকটাই এগিয়ে রইল। বোলাররা গড়ে দিয়েছেন জয়ের ভিত।

ইডেন গার্ডেন্সে সোমবার টসে জিতে ব্যাটিং নেয়া দিল্লি তোলে ৯ উইকেটে ১৫৩ রান। ২১ বল হাতে রেখে ৩ উইকেট হারিয়ে জয়ের বন্দরে পা রাখে কলকাতা।

পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থান ধরে রাখা কলকাতার ৯ ম্যাচে পয়েন্ট ১২। ষষ্ঠ স্থানে থেকে যাওয়া দিল্লি ১১ খেলায় পেয়েছে ১০ পয়েন্ট। সবার আগে প্লে অফের টিকিট কাটা রাজস্থান রয়্যালস ৯ ম্যাচে ১৬ পয়েন্ট নিয়ে সবার শীর্ষে।

অতিথি দলের টপ অর্ডার ব্যাটাররা ছিলেন ব্যর্থ। পাঁচ নম্বরে নামা অধিনায়ক রিশভ পান্ট ২০ বলে ২৭ রানের ইনিংস খেলেন। কুলদীপ যাদব নয় নম্বরে নেমে ২৬ বলে ৫ চার ও এক ছক্কায় ৩৫ রানের অপরাজিত ইনিংস খেলায় দলীয় দেড়শ রানের কোটা পার হয় দিল্লি।

কলকাতার হয়ে ৪ ওভারে মাত্র ১৬ রানে ৩ উইকেট পান বরুণ চক্রবর্তী। দুটি করে উইকেট নেন বৈভব অরোরা ও হর্ষিত রানা।

পাওয়ার প্লের ৬ ওভারেই স্বাগতিকরা উড়ন্ত সূচনায় তুলে নেয় বিনা উইকেটে ৭৯ রান। আগ্রাসী হয়ে ওঠেন ফিল সল্ট। ক্যারিবীয় ক্রিকেটার সুনীল নারিন ১৫ রানে সাজঘরে ফিরলে ৭৯ রানের উদ্বোধনী জুটি ভাঙে। অক্ষর প্যাটেলের বলে বোল্ড হওয়ার আগে ৩৩ বলে ৭ চার ও ৫ ছক্কায় ৬৮ রান করেন সল্ট। দলীয় ১০০ রানের মাথায় সাজঘরে ফেরেন রিংকু সিং।

চতুর্থ উইকেটে শ্রেয়াস আয়ার ও ভেঙ্কেটেশ আয়ার ৫৭ রানের অবিচ্ছিন জুটি গড়ে দলের সহজ জয় নিশ্চিত করেন। শ্রেয়াস ৩৩ ও ভেঙ্কেটেশ ২৩ রানে অপরাজিত থাকেন। দিল্লির পক্ষে অক্ষর ৪ ওভারে ২৫ রানে ২ উইকেট দখল করেন।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button