খেলাধুলা

আজ মাঠে নামছে বাংলাদেশ ও ভারত নারী দল

মোহনা অনলাইন

আইপিএ সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে মুখোমুখি হবে বাংলাদেশ ও ভারত নারী দল। সিরিজের প্রথম ম্যাচে ভারতের কাছে রীতিমতো অসহায় আত্মসমর্পণ করে বাংলাদেশের নারীরা। শক্তিমত্তায়ও এগিয়ে থাকা ভারতের বিপক্ষে তাই সিরিজের দ্বিতীয় ম্যাচে ওইসব ভুল শোধরানোর লক্ষ্য বাংলাদেশ নারী দলের কোচ হাসান তিলকারাত্নের।

বিকেল চারটায় শুরু হবে খেলা। দু’দলই ম্যাচ জিততে মাঠে নামবে বলে জানায় অধিনায়ক ও কোচ। পাঁচ ম্যাচ সিরিজের প্রথমটিতে জিতে ১-০ তে এগিয়ে রয়েছে ভারত।

টপ অর্ডারের ভরাডুবির মাঝে একমাত্র ইতিবাচক দিক অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি। তার ৪৮ বলে ৫১ রান কিছুটা হলেও মান বাঁচিয়েছিল বাংলাদেশের। গেল বছর ভারতের বিপক্ষে সিরিজের তিক্ত স্মৃতির জবাব দেয়াতো দূরে থাক, বোলারদের সাদামাটা বোলিংয়েও ধরাশায়ী হয়েছে টাইগ্রেসরা। সে তুলনায় নিজেদের দায়িত্বটা ঠিকঠাক পালন করেছেন পেসার মারুফা ও স্পিনার নাহিদা আকতার।

অধিনায়ককে প্রশংসায় ভাসালেও, বাকিদের দুর্বলতা খুঁজে বের করে সেগুলোর উন্নতিতে জোর দিতে চান কোচ। বাংলাদেশ নারী ক্রিকেট দলের কোচ হাসান তিলকারত্নে বলেছেন, ‘জ্যোতি চাপ নিয়ে খেলেছে। তবে অন্যরা ভালো করতে পারেনি। সহজ ক্যাচ মিস করেছে ক্রিকেটাররা। সব মিলিয়ে একেবারেই ভালো পারফর্ম করেনি ওরা। তবে আশা করছি দ্বিতীয় ম্যাচে সে ভুল শুধরে ভালো করতে পারবে বাংলাদেশ।’

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button