খেলাধুলা

অস্ট্রেলিয়ার বিশ্বকাপ দল ঘোষণা

মোহনা অনলাইন

আসন্ন টি-২০ বিশ্বকাপের স্কোয়াড ঘষোণার জন্য অংশগ্রহণকারী দেশগুলির হাতে সময় ছিল ১ মে পর্যন্ত। একেবারে শেষ দিনে অস্ট্রেলিয়া তাদের ১৫ জনের স্কোয়াড ঘোষণা করে। অজি স্কোয়াডে একাধিক বড় নামের অনুপস্থিতি চোখ টানছে আলাদা করে।

টি-২০ বিশ্বকাপের স্কোয়াড থেকে বাদ পড়লেন স্টিভ স্মিথ। তাছাড়া ক্রিকেটপ্রেমীদের অবাক করছে তরুণ জ্যাক ফ্রেজার ম্যাকগার্কের অস্ট্রেলিয়ার বিশ্বকাপ স্কোয়াডে জায়গা না পাওয়া। কেননা ফ্রেজার এই মুহূর্তে যে রকম ধ্বংসাত্মক ক্রিকেট খেলছেন, তাতে তাঁর মতো ব্যাটারকে টি-২০ দলে পেতে চাইবে সবাই।

অজি ক্রিকেট বোর্ডের তরফে আগেই জানিয়ে দেওয়া হয়েছিল যে, বিশ্বকাপে অস্ট্রেলিয়াকে নেতৃত্ব দেবেন মিচেল মার্শ। সেই মতো অজিদের ১৫ জনের স্কোয়াডের নেতা বানানো হয়েছে তারকা অল-রাউন্ডারকে। মার্শ চলতি আইপিএলের একেবারে শুরুর দিকে চোট পেয়ে বসায় তাঁকে দেশে ফিরিয়ে নিয়ে যায় অজি ক্রিকেট বোর্ড। পরে আর আইপিএলে না ফেরার সিদ্ধান্ত নেন মার্শ।

ব্যাটিংয়ের মতো বোলিং আক্রমণেও শক্তিশালী অসিরা। আছেন মিচেল স্টার্ক, জশ হ্যাজেলউড, প্যাট কামিন্সের মতো তারকা পেসাররা। স্পিনার হিসেবে আছেন গ্লেন ম্যাক্সওয়েল, অ্যাডাম জাম্পা ও অ্যাস্টন অ্যাগারদের মতো পরীক্ষিতরা।

অস্ট্রেলিয়ার প্রধান নির্বাচক জর্জ বেইলি জানিয়েছেন, ‘কয়েকজন খেলোয়াড়, যারা প্রাথমিক দলে সুযোগ পায়নি, তাদের ওপর নজর রাখা হবে। মনে রাখবেন, যদি আমরা দলে পরিবর্তন আনতে চাই, আইসিসির নিয়ম মেনে আমাদের সেটা করার সুযোগ আছে।’

অস্ট্রেলিয়া বিশ্বকাপ স্কোয়াড: মিচেল মার্শ (অধিনায়ক), ডেভিড ওয়ার্নার, ট্রাভিস হেড, জশ ইংলিস, গ্লেন ম্যাক্সওয়েল, মার্কাস স্টয়নিস, অ্যাডাম জাম্পা, অ্যাস্টন অ্যাগার, ম্যাথু ওয়েড, ক্যামেরন গ্রিন, টিম ডেভিড, মিচেল স্টার্ক, জশ হ্যাজলউড ও প্যাট কামিন্স।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button