তরুণ ক্রিকেটার রিংকু সিংকে কেন বিশ্বকাপের স্কোয়াডে নেওয়া হলো না, তা নিয়ে আলোচনা থামছেই না। আসন্ন বিশ্বকাপকে সামনে রেখে শক্তিশালী স্কোয়াড ঘোষণা করেছে ভারত। আর স্কোয়াড ঘোষণার পর থেকেই অস্বস্তিতে নির্বাচকরা। এবার এই বিষয়ে মুখ খুললেন ভারতীয় সাবেক কিংবদন্তি ক্রিকেটার সৌরভ গাঙ্গুলি।
শুক্রবার (৩ মে) এক অনুষ্ঠানে বিশ্বকাপ দল প্রসঙ্গে কথা বলেন সৌরভ। এসময় অবধারিতভাবেই ওঠে আসে রিংকু সিং প্রসঙ্গ। কেননা তাকে দলে নেওয়া হলো না, এমন প্রশ্নের জবাবে সাবেক এই অধিনায়কের উত্তর, ‘আমার মনে হয়েছে দল একজন বাড়তি স্পিনার রাখতে চেয়েছে। সেই জন্যই রিংকু জায়গা পায়নি। রিংকু মাত্র ক্যারিয়ার শুরু করেছেন তার সামনে আরও সুযোগ আসবে।’
বিষয়টি নিয়ে গাঙ্গুলি আরও বলেন, ‘বিশ্বকাপের মতো মঞ্চে আমাদের ওয়েস্ট ইন্ডিজের মাটিতে খেলতে হবে। ওখানকার উইকেট মন্থর। বল পড়ে নীচু হবে। পাশাপাশি ভালো টার্ন করবে। তাই চার স্পিনারকে রাখার সিদ্ধান্ত সম্পূর্ণ সঠিক। ওখানে মাঠও অনেক বড়। স্পিনারদের ভূমিকা গুরুত্বপূর্ণ হবে।’
অন্যদিকে লম্বা সময় পর স্কোয়াডে ফিরলেন রিশাভ পন্থ। তার অন্তর্ভুক্তি নিয়ে গাঙ্গুলি বলেন, ‘পন্থ দুর্দান্ত ক্রিকেটার। ওকে শুভেচ্ছা জানাই। টি-টোয়েন্টি বিশ্বকাপে সে ভালই করবে। এ ছাড়াও বিরাট কোহলির স্ট্রাইক রেট নিয়ে যেত এতো আলোচনা হচ্ছে সেটা আসলে ভিত্তিহীন। তার মতো এমন দারুণ একজন ব্যাটার দলের প্রয়োজনে রান করছেন কি না, সেটাই মুখ্য বিষয়।’
রোহিত শর্মা (অধিনায়ক), যশস্বী জয়সওয়াল, বিরাট কোহলি, সূর্যকুমার যাদব, রিশাভ পন্থ (উইকেটরক্ষক), সঞ্জু স্যামসন (উইকেটরক্ষক), হার্দিক পান্ডিয়া (সহ-অধিনায়ক), শিবাম দুবে, রবিন্দ্র জাদেজা, অক্ষর পটেল, কুলদীপ যাদব, যুজবেন্দ্র চহাল, আর্শদীপ সিংহ, যশপ্রীত বুমরা, মোহম্মদ সিরাজ।