অবশেষে নিশ্চিত হলো রিয়াল মাদ্রিদের ৩৬তম লা লিগার শিরোপা। স্প্যানিশ লা লিগায় শনিবার (৪ মে) ঘরের মাঠ সান্তিয়াগো বার্নাব্যুতে কাদিজকে ৩-০ গোলে হারায় মাদ্রিদ। এরপর অপেক্ষা ছিল জিরোনা-বার্সেলোনা ম্যাচের দিকে। ম্যাচে বার্সা ড্র করলেই লিগ নিশ্চিত হয়ে যেত মাদ্রিদের।
নিজেদের মাঠে কাদিজকে ৩-০ গোলের ব্যবধানে হারিয়ে ৩৪ ম্যাচে ২৭ জয় ৬ ড্র আর এক হারে রিয়ালের পয়েন্ট ৮৭। আর তাতেই রিয়ালের লা লিগা নিশ্চিত। অন্যদিকে বার্সেলোনাকে হারিয়ে পয়েন্ট তালিকার দুইয়ে উঠে এসেছে জিরুনা। আর বার্সেলোনা নেমে গেছে তিনে। ৩৪ ম্যাচে ২৩ জয় ৫ ড্র’তে জিরুনার পয়েন্ট ৭৪। সমান ম্যাচে বার্সেলোনার ২২ জয় ৭ ড্রতে ৭৩ পয়েন্ট। ৬৪ পয়েন্ট নিয়ে চারে আছে অ্যাটলেটিকো মাদ্রিদ।
৩৪ ম্যাচে রেয়ালের পয়েন্ট হলো ৮৭। ৩৩ ম্যাচে বার্সেলোনার ৭৩, জিরোনার ৭১ পয়েন্ট।
আগামী বুধবার চ্যাম্পিয়ন্স লিগ সেমিফাইনালের ফিরতি লেগে বায়ার্ন মিউনিখের বিপক্ষে গুরুত্বপূর্ণ লড়াই। তাই গত সপ্তাহে বায়ার্নের সঙ্গে ২-২ ড্র হওয়া প্রথম লেগের একাদশ থেকে কাদিজের বিপক্ষে ১০টি পরিবর্তন আনেন কোচ আনচেলত্তি। জায়গা ধরে রাখেন শুধু নাচো ফার্নান্দেজ। চোট কাটিয়ে মৌসুমে প্রথমবার রিয়ালের গোলপোস্টে দাঁড়ান থিবো কোর্তোয়া।
কাদিজকে ৩-০ গোলে হারানো ম্যাচে মাদ্রিদের পক্ষে গোল করেন ব্রাহিম দিয়াজ, জুড বেলিংহাম ও হোসেলো। ৫১ মিনিটে প্রথম গোলটি করেন দিয়াজ। ৬৮ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন বেলিংহাম। ৯৩ মিনিটে হোসেলোর গোলে তিন পয়েন্ট নিশ্চিত করে মাদ্রিদ। চোখ রাখে বার্সা জিরোনা ম্যাচে। যে ম্যাচের শেষ বাঁশি বাজার পর উৎসবের নগরীতে পরিণত হয় মাদ্রিদ। রেকর্ড ৩৬তম লিগ শিরোপা বলে কথা।