লিগ পর্বের দুর্দান্ত কামব্যাকে আইপিএল ২০২৪-এর প্লে-অফে জায়গা করে নেয় আরসিবি। তবে এলিমিনেটর ম্যাচে বিজয়রথ থমকায় রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর। ফলে ১৭ বারের চেষ্টাতেও আইপিএল ট্রফি হাতে তোলার স্বপ্ন অধরা রইল বিরাট কোহলিদের।
বুধবার (২২ মে) আহমেদাবাদে টস হেরে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৭২ তুলে বেঙ্গালুরু। দলের হয়ে ২২ বলে সর্বোচ্চ ৩৪ রান করেন রজিত পাতিদার। এরপর লক্ষ্য তাড়া করতে নেমে ৪ উইকেট হাতে রেখে ১৯ ওভারেই জয়ের বন্দরে পৌঁছে যায় রাজস্থান।
বিরাট ৩টি চার ও ১টি ছক্কার সাহায্যে ২৪ বলে ৩৩ রান করে আউট হন। একবার জীবনদান পেয়ে ২২ বলে ৩৪ রান করেন রজত পতিদার। তিনি ২টি চার ও ২টি ছক্কা মারেন। ১৭ বলে ৩২ রানের আগ্রাসী ইনিংস খেলেন মহীপাল। তিনিও ২টি চার ও ২টি ছক্কা মারেন।
এছাড়া ১৪ বলে ১৭ রান করেন ফ্যাফ ডু’প্লেসি। তিনি ২টি চার ও ১টি ছক্কা মারেন। ২১ বলে ২৭ রান করেন ক্যামেরন গ্রিন। তিনিও ২টি চার ও ১টি ছক্কা মারেন। এক বলেই আউট হন গ্লেন ম্যাক্সওয়েল। ১টি বাউন্ডারির সাহায্যে ১৩ বলে ১১ রান করেন দীনেশ কার্তিক। তিনিও একবার আম্পায়ারের বদান্যতায় বেঁচে যান। করণ শর্মা ৪ বলে ৫ রান করে আউট হন। ৪ বলে ৯ রান করে অপরাজিত থাকেন স্বপ্নিল সিং।
রাজস্থান রয়্যালসের হয়ে ৪৪ রানে ৩টি উইকেট নেন আবেশ খান। ৪ ওভারে মাত্র ১৬ রান খরচ করে ১টি উইকেট সংগ্রহ করেন ট্রেন্ট বোল্ট। ৪ ওভারে ১৯ রান খরচ করে ২টি উইকেট নেন রবিচন্দ্রন অশ্বিন। যুজবেন্দ্র চাহাল ৪ ওভারে ৪৩ রান খরচ করে ১টি উইকেট পকেটে পোরেন। সন্দীপ শর্মা ৪ ওভারে ৪৮ রান খরচ করে ১টি উইকেট দখল করেন।