ঘূর্ণিঝড় রিমাল আছড়ে পড়ল উপকূলে। আরেক ঘূর্ণিঝড় উঠল চেন্নাইয়ে। তাতে লন্ডভন্ড সানরাইজার্স হায়দরাবাদ। চেন্নাইয়ের চিপকে আইপিএল ২০২৪-এর রবিবাসরীয় ফাইনালে হায়দরাবাদকে মাত্র ১১৩ রানে গুটিয়ে দিয়ে কলকাতা নাইটরাইডার্স আট উইকেটের জয়ে আইপিএলে তৃতীয়বার চ্যাম্পিয়ন হলো।
এর আগে তারা শিরোপা জিতেছিল ২০১২ ও ২০১৪ সালে। জয়সূচক রানের পর আতশবাজির আলোয় চিপকের আকাশ হেসে ওঠে। কলকাতার মালিক বলিউড বাদশা শাহরুখ খান ও সহ-মালিক জুহি চাওলা হাসিতে উদ্ভাসিত হয়ে ওঠেন।
এর আগে টসজয়ী সানরাইজার্স হায়দরাবাদ ব্যাট করতে নেমে চোখে সরষে ফুল দেখে। পাঁচ ওভারের মধ্যে ২১ রানে তিন উইকেট হারানো হায়দরাবাদ ধুঁকতে ধুঁকতে নয় বল বাকি থাকতে অলআউট হয় মাত্র ১১৩ রানে। নয় নম্বরে ব্যাট করতে নামা অধিনায়ক প্যাট কামিন্স ইনিংস সর্বোচ্চ ২৪ রান করেন। ২০ রান আসে হায়দরাবাদের প্রোটিয়া ব্যাটার আইডেন মাকরামের ব্যাট থেকে। বোলিংটা দুর্দান্ত হয়েছে কলকাতা নাইটরাইডার্সের।
তাদের সবচেয়ে সফল বোলার ক্যারিবীয় অলরাউন্ডার আন্দ্রে রাসেল তিন উইকেট নেন ২.৩ ওভারে ১৯ রান দিয়ে। দুটি করে উইকেট পান মিচেল স্টার্ক ও হারশিত রানা।



