লা লিগায় মৌসুমের শেষ ম্যাচে সেভিয়াকে ২-১ ব্যবধানে হারিয়েছে বার্সা। জয় পেলেও তিক্ত মুখেই বার্সা থেকে বিদায় নিলেন জাভি।
গত শুক্রবার কোচ জাভি হার্নান্দেজকে বরখাস্ত করেছিল বার্সেলোনা। আগামী মৌসুম থেকে তাকে আর দায়িত্বে রাখতে চায় না ক্লাবের মালিকরা। যে কারণে গতকাল রোববার রাতে সেভিয়ার ব্পিক্ষে ম্যাচটিই ছিল বার্সায় জাভির শেষ ম্যাচ।
বরখাস্ত হলেও শেষ ম্যাচে বার্সাকে জয় এনে দিয়েছেন জাভি।
২০২৩-২৪ মৌসুমে কোনো শিরোপা জিততে না পারায় জাভি বরখাস্ত করে বার্সা। লা লিগায় দ্বিতীয় স্থানে থেকে মৌসুম শেষ করেছে কাতালানের ক্লাবটি। আর শিরোপা জিতেছে রিয়াল মাদ্রিদ।
এছাড়া স্প্যানিশ সুপার কাপের ফাইনালে রিয়ালের কাছে হেরে গেছে বার্সা। আর কোয়ার্টার ফাইনালে প্যারিস সেইন্ট জার্মেইয়ের (পিএসজি) কাছে হেরে তারা বিদায় নিয়েছে চ্যাম্পিয়ন্স লিগ থেকে।
ম্যাচ শেষে জাভি বলেন, ‘আমি মনে করি না যে, কাজটি যথেষ্ট প্রশংসিত হয়েছে। গত বছর ডাবল (লা লিগা এবং সুপার কাপ) এবং এই বছর আমরা নানাবিদ সমস্যার কারণে কোনো শিরোপা জিততে পারিনি।’
জাভি বলেন , আমি কিছু মিশ্র অনুভূতি নিয়ে বিদায় নিলাম। কারণ, কাজটি ইতিবাচক। যদিও আমরা এই মৌসুমে শিরোপা জিততে পারিনি। আমি মনে করি, আমরা সঠিক পথেই ছিলাম এবং আমি এখনও তাই মনে করি।
অ্যাওয়ে ম্যাচে বার্সার হয়ে প্রথম গোল করেন রবার্ট লেওয়ানডস্কি। ম্যাচের ১৫ মিনিটে গোল করেন তিনি। প্রথমার্ধেই এই গোলটি শোধ করে দেয় সেভিয়া।
দ্বিতীয়ার্ধে খেলতে নেমে ৫৯ মিনিটে গোল করেন ফারমিন লোপেজ। এতে ২-১ গোলে এগিয়ে যায় বার্সা। সেভিয়া আর কোনো গোল করতে না পারায় জয়ে মৌসুম শেষ করে বার্সা।